,

চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্টান ৩০০ সেকেন্ডে সিলেটের বেলাল আহমেদ মুরাদ

জাবেদ তালুকদার : সিলেটি সংস্কৃতিকে সর্বমহলে পরিচিত করে তোলার জন্য সিলেটি ভাষায় নাটক করেন বেলাল আহমেদ মুরাদ। সমাজের ভিবিন্ন অসংগতি ও বাস্তবরূপ মজার মাধ্যমে গ্রীন বাংলা ইউটিউব চ্যানেলের নাটকে তোলে ধরেন বেলাল আহমেদ মুরাদ। প্রতি সোমবার সন্ধা ৭:৩০মিনিটে তাদের ইউটিউব চ্যানেলে নাটক আপলোড করা হয়। বর্তমানে সিলেটি নাটক জগতের জনপ্রিয় এক নাম বেলাল আহমেদ মুরাদ। শাহরিয়ার নাজিম জয় এর পরিচালনায় চ্যানেল আই এ ৩০০ সেকেন্ড নামে নিয়মিত একটি অনুষ্টান হয়ে থাকে। এতে দেশের নামি-দামি তারকাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হয়। এবার চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্টান ৩০০ সেকেন্ডে বেলাল আহমেদ মুরাদের সাথে আলাপ করেন শাহরিয়ার নাজিম জয়। দৈনিক হবিগঞ্জ সময়ের পাঠকদের জন্য তাদের আলাপ তুলে ধরা হল। শুরুতেই জয় বলেন, সমাজের বিভিন্ন অসংগতি ও বাস্তবরূপ মজার মাধ্যমে গ্রীন বাংলা ইউটিউব চ্যানেলের নাটকে তোলে ধরেন বেলাল আহমেদ মুরাদ শুধু সিলেটেই যে মুরাদের নাটক জনপ্রিয় তা নয় ভারতের আসামেও মুরাদের বিশাল জনপ্রিয়তা রয়েছে সেখানে গিয়ে অনেক টক-শো ও করেছেন মুরাদ। এ ব্যাপারে মুরাদকে কিছু বলার জন্য বলেন জয়। মুরাদ বলেন, আমরা দেখতাম সবাই বিভিন্ন ধরনের নাটক করে আমরা চিন্তা করলাম একটু ব্যাতিক্রমভাবে কাজ করার জন্য এবং এই চিন্তা থেকেই আমাদের এই ব্যাতিক্রমি আয়োজন। শুধু যে সিলটে আর আসামেই আমাদের দর্শক আছে তা নয় যারা সিলেটী ভাষা বুঝে তারা সবাই আমাদের নাটক দেখে। লন্ডনেও আমাদের বিশাল দর্শক রয়েছে। ভারতের আসামে মুরাদের বিশাল দর্শক থাকার কারন বলতে বললে মুরাদ বলেন, একসময় বাংলাদেশে যারা ছিল তাদের বাঙ্গালী বলা হতো আর যারা আসামে বসবাস করত তাদেরকে আসামি বা সিলেটি বলা হতো। এ কারনে আসামের অনেকেই সিলেটি ভাষায় কথা বলেন আর তাই তারা আমাদের নাটক দেখেন। মুরাদের একটি ভিডিও আপলোড হওয়ার পর পুলিশের কমিশনার সহ সমাজের বিভিন্ন দায়িত্বশীল জায়গা খুব সক্রিয় হয়ে উঠে মুরাদের ভিডিওর মাধ্যমে সমাজে আবার কি অসংগতী শুরু হয়। এমনটা কেন হয়। এমন প্রশ্নের জবাবে মুরাদ বলেন, আমাদেরকে সাধারন মানুষ ভালবাসে আমরা যা নিয়েই কাজ করি দর্শক বুঝে নেয় যে আমরা গল্পের মাধ্যমে তাদেরকে সতর্ক করছি/সজাগ করছি । আর আমরা সব বিষয়ে দর্শকদের সজাগ করি একারনেই এমনটা হয়। নাটকের মাধ্যমে মুরাদের চ্যানেল সমাজের কোন উপকার করতে পেরেছে কি না। মুরাদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যুবকরা কিভাবে কাজ করবে। তারা কিভাবে বেকারত্বের অভিশাপ থেকে সরে এস কোন কাজে লাগবে এমন একটা ১০পর্বের নাটক ছিল একজন আবিদের গল্প এই নাটক দেখে অনেক দইয়ের কোম্পানী তৈরী হয়েছে। অনেকেই বিভিন্ন কাজে লেগেছে। মুরাদের নাটকে কোন মেয়ে নেই এবং একারনে অনেকে বলে মুরাদের চ্যানেল একটি মৌলবাদী চ্যানেল। এ ব্যাপারে মুরাদকে কিছু বলতে বললে মুরাদ বলেন, আমাদের নাটকের চরিত্রে মেয়েলোক ঠিকই আছে কিন্তু স্ব শরীরে কোন মেয়েকে দেখানো হয় না। যখন মেয়ে লোককে দেখানোর প্রয়োজন হবে তখন দেখানো হবে। মেয়েদেরকে কেন দেখানো হচ্ছেনা। এটা ইসলামিক দৃষ্টিকোণের কারন কি না। এমন প্রশ্নের জবাবে মুরাদ বলেন, মেয়েদের সাথে ছেলেরা অভিনয় করলে দেখা যায় বিভিন্ন সমস্যা বা ঝামেলার সৃষ্টি হয় এই সমস্যা তারা এড়াতে পারবেননা তাই মেয়েলোক তাদের নাটকে দেখানো হয়না। ইউটিউবার হিসেবে ইউভটিউব চ্যানেল থেকে মুরাদের মাসিক আয় কত জিজ্ঞেস করা হলে মুরাদ বলেন, প্রতি মাসে প্রায় ২লক্ষ টাকা আয় হয়। মুরাদ একজন লোকাল সুপাস্টার দেশব্যাপি তার পরিচয় হচ্ছেনা কেন। এমন প্রশ্নর জবাবে মুরাদ বলেন, আমি অতিলোভে বিশ্বাসী না। আমি কোন সুপাস্টার না আামি চাইতেছি আমার অঞ্চলকে জাগ্রত করতে এবং তাদের ভালবাসা পেতে চাই। লন্ডন প্রবাসীরা মুরাদের নাটককে কীভাবে মূল্যায়ন করেন জিজ্ঞেস করা হলে মুরাদ বলেন, আমাদের নাটক তাদের অনেক ভাল লাগে। তারা আমাদেরকে আমাদের কাজের কারণে অন্তর থেকে ভালবাসেন। লন্ডন গিয়ে কখনো দাওয়াত খেয়েছেন কি না প্রশ্ন করলে মুরাদ বলেন যাওয়া হয়নি তরে শীগ্রই যাওয়া হবে। অনুষ্টানের শেষ পর্যায়ে মুরাদকে সিলেটি ভাষায় একটা গান গেয়ে শুনানোর জন্য বললে মুরাদ সিলেটি ভাষার জনপ্রিয় গান, ও দইকনো বাড়ির নানি গো, তোমরার বাড়িত মশা লাগইন নি। গানের কিছু অংশ গেয়ে শুনান।


     এই বিভাগের আরো খবর