,

এফডিসির এ কি হাল?

সময় ডেস্ক : এফডিসি একসময় ছিল স্বপ্নের পৃথিবী। ঢালিউডের ছবির চোখজুড়ানো যত দৃশ্য ধারণ করা হতো সেখানে। চলচ্চিত্রশিল্পীদের প্রিয় এফডিসি এখন আর আগের মতো নেই। অযত্ন ও অবহেলায় এ স্বপ্নভূমি আজ যেন পরিত্যক্ত স্থাপনা। নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার করারও কেউ নেই যেন। দীর্ঘদিন পরিচর্যাহীন পড়ে থাকায় সেখানকার প্রতিটি স্থাপনা আজ ধ্বংসের অপেক্ষায়। কয়েকটি ফ্লোরে এখনো টেলিভিশনের অনুষ্ঠান ও বিজ্ঞাপনচিত্রের কাজ চলে। তবে আগের মতো জমজমাট হয় না। শুটিংমুখর এফডিসিতে এখন অভিনয়শিল্পীদের চেয়ে বেশি যাতায়াত করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯ সমিতির সদস্যরা। দুটি ফ্লোর ভেঙে নতুন করে সেখানে নির্মিত হচ্ছে বহুতল ভবন।


     এই বিভাগের আরো খবর