,

বানিয়াচংয়ে প্রতিপক্ষের বাড়ী-ঘরে হামলা ভাংচুর করে মালামাল লুটের অভিযোগ

আনোয়ার হোসেন ॥ বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের হলিমপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ী ঘরে হামলা-ভাংচুর করে মালামাল লুটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ২৫ আগষ্ট হলিমপুর গ্রামের তাহের উদ্দিন এর জায়গায় জোর পূর্বক গরু ধোয়াতে যায় লতিব উল্লাগংদের লোকজন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন গ্রাম্য দাঙ্গায় লিপ্ত হয়। তাহের উদ্দিন গংদের অভিযোগ, লতিব উল্লাগংরা তাদের বাড়ী ঘরে ব্যাপক ভাংচুর চালিয়ে খামারের হাঁস, মূল্যবান জিনিসপত্রসহ নগদ টাকা পয়সা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তাহের পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহতবস্থায় সিলেটে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনার ৫ দিন অতিবাহিত হওয়ার পরও প্রতিপক্ষের লোকজনের ভয়ে ঘর থেকে বাহির যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন তাহের উদ্দিন পক্ষের লোকজন। আশপাশের কোন দোকানপাট থেকে নিত্যপ্রয়োজনীয় মালামাল পর্যন্ত ক্রয় করতে পারছেন না, আশপাশের দোকানগুলোও বন্ধ করে দেয়া হয়েছে। ন্যায় বিচারের আশায় তারা আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা কামনা করেছেন।


     এই বিভাগের আরো খবর