,

নবীগঞ্জে জঠিল রোগে আক্রান্ত শিশু তাওহিদার পাশে ‘জাগো.নিউজ’

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের দিনমজুর জুনেদ মিয়ার মেয়ে শিশু তাওহিদা দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনি জনিত জঠিল রোগে ভুগছে। টাকার অভাবে থমকে আছে চিকিৎসা-সেবা। সে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ আগস্ট ‘শিশু তাওহিদাকে বাচাঁতে অসহায় বাবার আকুতি’ শিরোনামে সংবাদ হয় বিভিন্ন পত্রিকায়।এরপর শিশু তাওহিদার পাশে দাড়িঁয়েছে জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠান ‘জাগো.নিউজ’। গতকাল মঙ্গলবার বিকেলে পূর্ব বড় ভাকৈর ইউনিয়নে শিশু তাওহিদার বাড়িতে গিয়ে তার মায়ের হাতে জাগো ডট নিউজ এর পক্ষ থেকে আর্থিক সহায়তা নগদ (১০ হাজার) টাকা তুলে দেন সাংবাদিক মতিউর রহমান মুন্না ও সাংবাদিক ছনি চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. সরওয়ার শিকদার, প্যানেল চেয়ারম্যান-১ খালেদ মোশাররফ, সাবেক নারী ইউপি সদস্য জলি আক্তার। উল্লেখ্য, শিশু তাওহিদার চিকিৎসায় ২ লাখ টাকা প্রয়োজন। আর্থিক সহায়তা পেলে বেঁচে যেতে পারে ছোট্ট শিশু তাওহিদা। কোটি মানুষের কাছে এই টাকার পরিমাণ মাত্র হলেও গরীব পিতা জুনেদ মিয়ার কাছে এই টাকা জোগার করা কঠিন। সংঙ্গত কারণেই মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন তিনি। ছোট্ট শিশু তাওহিদা বয়স মাত্র ৮ বছর। শিশুটি জানে না হার্ট ও কিডনিতে যে সমস্যা হয়েছে তার।


     এই বিভাগের আরো খবর