,

শান্তিরক্ষী প্রেরণকারী দেশের মধ্যে বাংলাদেশর অবস্থান শীর্ষে

সময় ডেস্ক ॥ আজ শুক্রবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তি রক্ষী দিবস। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত শান্তিক্ষীদের স¥রণে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করবে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিন গভীর শ্রদ্ধার সাথে স¥রণ করা হয়। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসাবে বর্তমানে বাংলাদেশের অবস্থান শীর্ষে। জাতিসংঘ শান্তিরক্ষায় অংশগ্রহণকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যবৃন্দের পেশাদারিত¦, সাহসিকতা, নিষ্ঠা ও সততার ফলেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন জাতীয় দৈনিকে আগামীকাল বিশেষ ক্রোড়পত্র ও বিশেষ জার্নাল প্রকাশিত হবে। এছাড়া বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি চ্যানেলে দিবসটি উপলক্ষে বিশেষ টক-শো প্রচারিত হবে। শান্তিরক্ষায় বাংলাদেশের কার্যক্রমের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র বিটিভিসহ অন্যান্য বেসরকারি চ্যানেলে প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া আগামী ৩১ মে সকালে ঢাকা ও বিভাগীয় শহরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে ‘পিস কীপার্স রান’ এর আয়োজন করা হবে। ওইদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের শহীদ শান্তিরক্ষীদের নিকট আত্মীয় ও আহত শান্তি রক্ষীদের সংবর্ধনা প্রদান এবং জাতিসংঘে শান্তি রক্ষায় বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমের ওপর বিশেষ উপস্থাপনার আয়োজন করা হবে। এছাড়াও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশী শান্তি রক্ষীদের কার্যক্রমসমূহ ডিজিটাল ডিসপ্লে প্যানেল এর মাধ্যমে নান্দনিকভাবে উপস্থাপন করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ টেলিভিশন সংবর্ধনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করেছে।


     এই বিভাগের আরো খবর