,

নবীগঞ্জে বেদে পল্লীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার খাদ্য সামগ্রী বিতরণ

অঞ্জন রায় ॥ করোনা প্রকোপে সারাদেশ যখন অচল, তখন দুইবেলা খাবার জুটবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে নিম্ন আয়ের মানুষের। কাজ না পেয়ে ঘরে বন্দি তারা। সবচেয়ে বেশি দুর্বিপাকে পড়েছেন ভাসমান বেদে সম্প্রদায়। আর অবহেলিত এ সম্প্রদায়ের মাঝে নবীগঞ্জ উপজেলা প্রসাশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। গত বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় চাল, ডাল, তেল, পিয়াজসহ ২১টি বেদে পরিবারের কাছে তিনি তুলে দেন খাদ্য সহায়তা। খাদ্য বিতরনে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুসা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া, সার্ভেয়ার মোঃ অলি উল্লাহ, ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদ মহিলা মেম্বার সুরাইয়া বক্স প্রমুখ। বেদে পল্লীর সাপুরে, তারা খাদ্য পেয়ে অনেক আনন্দিত। বেদে পল্লীর অবহেলিত মানুষ নির্বাহী কর্মকর্তার জন্য দোয়া করেন এবং ইউনিয়ন চেয়ারম্যান মুসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বেদে পরিবারের লোকজন এ প্রতিনিধিকে জানায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুসা আমাদের কে আরো একাধিক বার খাদ্য সহায়তা দিয়েছেন। এ সময় নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, মূলত সরকারি তালিকার বাহিরে যারা খাদ্য সহায়তা পাচ্ছেন না, বা বঞ্চিত হচ্ছেন, তাদের খুঁজে বের করে যতটুকু সম্ভব সহায়তা করা হচ্ছে। ছিন্নমূল অসহায় মানুষের মাঝে খাবার পৌঁছে দেয়ার এ কার্যক্রম অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর