,

মাধবপুরে এক অসহায় পরিবারকে নতুন ঘর বানিয়ে দিল ‘স্বচ্ছতা গ্রুপ’

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এক অসহায় পরিবারকে নতুন টিন সেট ঘর বানিয়ে দিল উপজেলার সামাজিক সংগঠন ‘স্বচ্ছতা গ্রুপ’। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার আধাঐর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুক পাঠান এর সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউ/পি সদস্য সিদ্দিক আলী, সমাজসেবক আক্তারুজ্জামান, সাংবাদিক ইয়াছিন তম্ময়, স্বচ্ছতা গ্রুপের সদস্য জিয়াউর রহমান সুজন, শেখ সামছুল হক, খাইরুল ইসলাম খান, মামুন, কাদির হোসেন জুয়েল, আহাদ নাদিয়া, নজরুল ইসলাম তুহিন, সুজন, সামছুদ্দিন প্রমুখ। উল্লেখ্য যে স্বচ্ছতা গ্রুপ সৃষ্টি লগ্ন থেকে’ মানবতা সেবায়, স্বচ্ছতা গ্রুপ সবার আগে ‘এ শ্লোগান কে সামনে রেখে বিভিন্ন কার্যক্রম করে আসছে এর ধারাবাহিকতায় উপজেলার আধাঐর ইউনিয়নের গিলাতলির গ্রামের অসহায় শিরিন আক্তারকে টিন শেট একটি ঘর উপহার হিসাবে হস্তান্তর করেন। এর আগে, অসহায় শিরিন আক্তার একটি ছনের ঘরে বসবাস করতো অভাবের তারনায় ঘরটি মেরামত করতে পারছিল না। এমকি সামান্ন বৃষ্টি হলেই সারা ঘরে পড়তে থাকতো পানি। কিছুদিন আগে সংগঠনের এক সদস্য যানতে পারে এই অসহায় পরিবারটির ঘরের সমস্যায় পরে আছে। পরে ঐ সদস্য স্বচ্ছতা গ্রুপের সকল সদস্যকে জানালে তারা সকলে মিলে অসহায় পরিবারটির জন্য একটি টিন শেট ঘর বানানোর উদ্দোগ নেয়। জানাযায় তাদের এ ঘরটি তৈরী করতে প্রায় ৩৫ হাজার টাকা বেয় হয়েছে।


     এই বিভাগের আরো খবর