,

ইংল্যান্ডের সমূদ্র তীরবর্তি শহর ডোবারে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে মাইগ্রেন্ট বিরোধী ভিক্ষোভ

মতিয়ার চৌধুরী, লন্ডন : গতকাল ৫ই সেপ্টেম্বর বিকেলে ইংল্যান্ডের সমূদ্র তীরবর্তি শহর ডোবারে মাইগ্রেন্ট বিরোধী ভিক্ষোভ করেছে কয়েকশত মানুষ, এসময় পুলিশ দশ ভিক্ষোভ কারীকে আটক করেছে। ইদানিং ফ্রান্স থেকে অবৈধ অনুপ্রবেশ কারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এই বিক্ষোভের ডাক দেয় স্থানীয়রা। বিশেষ করে ব্রেক্সিট পরবর্তি সময় এসংখ্যা আশংকাজন ভাবে বেড়ে গেছে। প্রতিদিনই ছোট ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীরা প্রবেশ করছে ব্রিটেনে। আর পাচারকারীরা ডোবারকে নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে। ভিক্ষোভ কারীরা জানান কোষ্টগার্ড এবং ব্রিটেনর বর্ডার এজেন্সী অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। গেল কয়েক মাসে কয়েক হাজার অবৈধ অভিবাসী ফ্রান্স থেকে ব্রিটেনে াপ্রবেশ করেছে। গেল মাসে প্রবেশ করেছে ১৪০০ অবৈধ অভিবাসী আর এমাসে ঢুকেছে চার শতাধিক। এর আগে পুশিল ওই এলাকা থেকে ৮৯জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। এমাসে ব্রিটেনের কোষ্টগার্ড অবৈধ অভিবাসী বহনকারী ৩০০শতাধিক নৌকা ফিরিয়ে দিয়েছে ফান্সের সীমানায়। বিক্ষোভ কারীদের দাবী এখন ব্যবস্থা নানিলে ব্রিটেন অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হবে। এসব অবৈধ অভিবাসীরা ব্রিটেনে প্রবেশের পর জঙ্গি তৎপরতা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার ফেষ্টুন নিয়ে ভিক্ষোভ করে, একপর্য্যায়ে বিক্ষোভকারীরা শ্লোগান নিয়ে সিটি সেন্টারের দিকে এগুতে থাকলে এ-২০ মটরওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়, পুলিশ বিক্ষোভ কারীদের বাধা দিলে পুলিশের সাথে বিক্ষোভ কারীদের সংঘর্ষ বাধলে ১০ভিক্ষোভ কারীকে আটক করা হয় বলে জানিয়ে কেন্ট পুলিশ।


     এই বিভাগের আরো খবর