,

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার পুড়িয়ে বিনষ্ট

সংবাদদাতা :: চুনারুঘাট উপজেলার নালমূল বাজার এলাকায় খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় প্রায় ৫০০ মিটার পাইপ ভেঙে ধ্বংস করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশ ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মিলটন চন্দ্র পাল। পরে নালমুখ বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য সরবরাহ ও বিক্রি করার অপরাধে এক ব্যবসায় প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন ১০নং মিরাশী ইউপি চেয়ারম্যান মো. রমিজ উদ্দিন ও চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য সরবরাহ বা বিক্রি না করার জন্য স্থানীয় লোকজন ও ব্যবসায়িদের অনুরোধ জানায় ভ্রাম্যমান আদালত।


     এই বিভাগের আরো খবর