,

নবীগঞ্জে চোঁখ নষ্ট দাবী করে প্রতিপক্ষকে ফাঁসাতে মামলাশহরে চা বিক্রি করায় রহস্য ঘনীভুত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরে এক চা বিক্রেতার চোঁখ নষ্ট হওয়ার অভিযোগ এনে গত ২৪ মে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের ঘটনায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মামলার বাদী সুশেন দাশ তার একটি চোখঁ নষ্ট দাবী করলেও শহরে প্রকাশ্যে চা বিক্রি করতে দেখে জনমনে এই প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এদিকে উক্ত মামলাকে মিথ্যা দাবী করে আসামী রতন দেব জানান তাদের আক্রমনের শিকার হয়ে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা করান। এ ব্যাপারে মামলা দায়ের করলে সুশেন দাশ নিজের অপরাধ ঢাকঁতে গিয়ে তাদের উপর এই মিথ্যা মামলা দায়ের করেছেন। সুত্রে জানাযায়, বিগত ২ মে নবীগঞ্জ পৌর শহরের শিবপাশা এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরধরে সুশেন দাশ ও রতন দেব’র মধ্যে শহরের আনোয়ার ম্যানশন-২ এর সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ৫ জন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন রতন দেবসহ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদেরকে ভর্তি, প্রাথমিক চিকিৎসা এবং সুশেন দাশ ও সুবিনয় দাশকে সিলেট প্রেরন করা হয়। ভর্তির দু’দিন পরই তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। এদিকে সুশেন দাশ বাড়িতে এসে শহরের ওসমানী সড়কে নিয়মিত চা বিক্রি করে আসছেন। এ ঘটনায় স্থানীয় শালিসের মাধ্যমে নিঃস্পত্তি না হওয়ায় গত ৪ মে রতন দেব থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার জবাবে সুশেন দাশ গত ২৪ মে থানায় অপর একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তার একটি চোখঁ সম্পুর্ণ নষ্ট হয়েগেছে মর্মে অভিযোগ করেন। এ ব্যাপারে রতন দেব জানান, সুশেন দাশের চোখঁ নষ্ট হয়ে থাকলে হাসপাতালে ভর্তির দু’দিনের মাথায় ছাড়পত্র দেয়া হতো না। এছাড়া শহরের ব্যস্থতম ওসমানী সড়কে নষ্ট চোঁখ নিয়ে সুশেন চা- বিক্রি করা অসম্ভব হতো। তিনি ওই মামলাকে মিথ্যা ও সাজানো দাবী করেন। এ ব্যাপারে সুশেন দাশ জানান, প্রতিপক্ষের আঘাতে তার চোখঁ নষ্ট হয়েছে। ডাক্তার উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন। অপর দিকে এক চোখঁ অন্ধ দাবীদার সুশেন দাশের চা বিক্রির ঘটনায় তার অভিযোগ নিয়ে নানা সমালোচনা ঝড় বইছে। তবে মেডিকেল সার্টিফিকেট আসলেই আসল রহস্য উন্মোচিত হবে বলে অনেকেই মনে করেছেন।


     এই বিভাগের আরো খবর