,

নারায়ণগঞ্জে মসজিদের পাশে ফের আগুন-আতঙ্ক

সময় ডেস্ক ॥ নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার সেই মসজিদের পূর্ব পাশ থেকে আবারও গ্যাস নির্গত হয়েছে। শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মসজিদের পূর্ব পাশে তিতাস কর্তৃপক্ষের খনন করে রাখা স্থান থেকে গ্যাসের বুদ্বুদ দেখা যায়। ওই স্থানসহ আশপাশে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তিতাস কর্তৃপক্ষের খনন করা ওই গর্তটি বর্তমানে বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। এক ঘণ্টা পর গ্যাস নির্গত হওয়া এমনিতেই বন্ধ হয়ে যায়। মসজিদের পূর্ব পাশ দিয়েও ওই এলাকায় গ্যাসের একটি সংযোগ লাইন রয়েছে। তবে শুক্রবার হওয়ায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের কেউ ঘটনাস্থলে ছিলেন না। এদিকে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ হতাহতের ঘটনায় মামলার তদন্তভার পাওয়া পর শুক্রবার স্থানীয় বিভিন্ন পর্যায়ের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা থেকে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির নারায়ণগঞ্জ কার্যালয়ের পরিদর্শক বাবুল হোসেন বলেন, এ ঘটনায় যেই জড়িত থাকুন না কেন, তাকে আইনের আওতায় আনা হবে এবং প্রকৃত সত্য উদ্ঘাটন করা হবে। তিনি জানান, অবহেলার দায় খুঁজতে সিআইডির তদন্তকারী দল মসজিদ কমিটি, ঘটনার সাক্ষী ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এ ছাড়া মসজিদের ভেতর থেকে সংগ্রহ করা আলামতের রাসায়নিক পরীক্ষা করা হবে। এদিকে তল্লার মসজিদে বিস্ফোরণে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের আহ্বানে দোয়া দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর প্রতিটি মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। অন্যদিকে পশ্চিম তল্লায় বিস্ফোরণ ঘটা সেই মসজিদে জুমার নামাজ হয়নি। গতকাল শুক্রবার দুপুরে সরেজমিন দেখা যায়, মসজিদে তালা লাগানো। মসজিদের পাশে বসবাসরত আব্দুল্লাহ জানান, এক সপ্তাহ ধরেই মসজিদে আজান ও নামাজ বন্ধ রয়েছে। নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, এখানে এখনও অনেক আলামত রয়েছে। তাই সবার প্রবেশ বন্ধ রাখা হয়েছে। নির্দেশনা পেলে মসজিদ খুলে দেওয়া হবে। গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের পর পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হন। এর মধ্যে গত বৃহস্পতিবার রাত পর্যন্ত ৩১ জন মারা গেছেন।


     এই বিভাগের আরো খবর