,

শৃংখলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সভাপতি মামুন বহিস্কার

বানিয়াচং প্রতিনিধি ॥ সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক গতকাল ১৩ সেপ্টেম্বর রবিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য গত ২৪ আগস্ট দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বানিয়াচং বড়বাজারস্থ আনহার মিয়ার ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে ৩০০ পিস ইয়াবা,ধারালো অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার করে। পরবর্তীতে গোয়েন্দা পুলিশের এসআই দেবাশীষ তালুকদার বাদী হয়ে বানিয়াচং থানায় একটি অস্ত্র আইনে এবং অপরটি মাদক আইনে মামলা দায়ের করেন।এই মামলায় বর্তমানে মামুন জেল হাজতে রয়েছে। বহিষ্কৃত ছাত্রলীগ সভাপতি মাহমুদ হোসেন খান মামুন বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের পুরাণ তোপখানা মহল্লার আমজাদ হোসেন খান নানু মিয়ার পুত্র।


     এই বিভাগের আরো খবর