,

ব্রিটেনে আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

উত্তর পূর্ব ইংল্যান্ডের ২ মিলিয়ন মানুষ নতুন করে লকডাউনে

মতিয়ার চৌধুরী-লন্ডন : ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। করোনা নিয়ন্ত্রনে সরকারের পক্ষ থেকে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ তার পরেও করোনা নিয়ন্ত্রন সম্ভব হচ্ছেনা।গতকাল বৃহস্প্রতিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০০০ হাজার মৃত্যু হয়ে ২০জনের। এদিকে করোনা পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় উত্তর পূর্ব ইংল্যান্ডের বেশ কয়েকটি কাউন্সিলে নতুন করে লকডাউন করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক হাউজ অব কমন্সে এ তথ্য জানান।তিনি বলেন, নতুন বিধি নিষেধের ফলে ২ মিলিয়নের বেশি মানুষ বাড়ীর বাইরের কারো সাথে মিশতে পারবে না। রেস্টুরেন্ট ও পাবসমূহকে রাত ১০টার মধ্যে বন্ধের নিদের্শ দেয়া হয়েছে। তিনি জানিয়েছেন, উত্তর ইংল্যান্ডের সান্ডারল্যান্ড শহরে প্রতি লাখে প্রায়
১০৩ আক্রান্ত হয়েছে। অন্যদিকে সাউথ টাইনেসাইড, গেটসহেড এবং নিউক্যাসল এলাকায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গতকাল মধ্য রাত থেকে যেসকল এলাকায় এই নিদের্শনা জারি হয়েছে সেগুলো হলো নর্থাম্বারল্যান্ড, নিউক্যাসল, সান্ডারল্যান্ড, নর্থ ও সাউথ টাইনেসাইড, গাটশেড এবং কাউন্টি ডরহাম কাউন্সিল এলাকা। হেলথ সেক্রেটারী এসকল এলাকায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। রাজধানী লন্ডনেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। গেল সোমবার থেকে ছয় জনের বেশি মানুষ জমায়েত না হওয়ার নিয়ম কার্যকর করা হয়েছে দেশব্যাপী।


     এই বিভাগের আরো খবর