,

জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদিনহবিগঞ্জ শহরের পানি নিস্কশন ব্যবস্থা উন্নত করতে ড্রেন নির্মান ও রাস্তা প্রশস্থকরণের কাজ পরিদর্শন করেন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের ষ্টাফ কোয়ার্টারের পানি নিস্কাশন ব্যবস্থা উন্নত করতে ড্রেন নির্মান এবং ষ্টাফ কোয়ার্টার সংলগ্ন ইনাতাবাদের রাস্তা প্রশস্থকরণের উদ্যোগ নেয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা সমন্বয়ে ওই এলাকা সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পানি নিস্কাশন, অবকাঠামো ও রাস্তাপ্রশস্থকরণ বিষয়ে পৌরসভার প্রতিনিধিদের সাথে আলোচনা করেন। এ সময় ষ্টাফ কোয়ার্টার এলাকার পানি নিস্কাশনের নিমিত্তে ড্রেন নির্মান, সীমানা প্রাচীর নির্মান ও ইনাতাবাদ প্রবেশের রাস্তা প্রশস্থকরনের পদক্ষেপ নেয়া হবে বলে জানান পৌর কাউন্সিলর ও পৌরসভার প্রকৌশল বিভাগের প্রতিনিধিবৃন্দ। এ কাজগুলো পৌর পরিষদের অনুমোদনক্রমে বাস্তবায়ন করবে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভা ইতিমধ্যে বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপম্যান্ট ফান্ড (বিএমডিএফ)-এর আওতায় ইনাতাবাদ রাস্তা হতে গোসাইপুর এলাকা পর্যন্ত ড্রেন নির্মানের কাজ শুরু করেছে। ষ্টাফ কোয়ার্টার এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের সাথে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস ও উপসহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত প্রমুখ।


     এই বিভাগের আরো খবর