,

তিন দিনের মধ্যে লঙ্কা সফরের সিদ্ধান্ত

সময় ডেস্ক : অক্টোবরে শ্রীলংকার মাটিতে তিন টেস্টের সিরিজ খেলার ব্যাপারে এখনও আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। গতকাল শনিবার বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। আকরাম খান বলেছেন, ‘আমাদের আগামীকাল (রোববার) শ্রীলংকা সফরের জন্য দেশ ছাড়ার কথা ছিল। কিন্তু সেভাবে আমরা যেতে পারছি না। এখন আমাদের পরিকল্পনা কী হবে তা নিয়ে কোচ, ক্রিকেটার এবং বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম। ক্রিকেটারদের আমরা তিনদিনের বিশ্রাম দিয়েছি। এই তিনদিনের মধ্যে হয়তো একটা সিদ্ধান্ত আমরা নিতে পারবো।’ এর আগে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাম্মি ডি সিলভা দেশটির সংবাদ মাধ্যমকে জানান, কোয়ারেন্টাইনের শর্ত দেশটির সরকার শিথিল করতে চায় না। বাংলাদেশ তাই শ্রীলংকা সফরে আসলে ১৪ দিন হোটেলে আবদ্ধ থেকে কোয়ারেন্টাইন সম্পূর্ণ করতে হবে। এ নিয়ে আকরাম খান জানিয়েছেন, লিখিতভাবে এ বিষয়ে লঙ্কান বোর্ড কিছু জানায়নি। লংকান বোর্ড বলছে, তারা সরকার সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করছে। দুই-তিন দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবে। বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খানের মতে, বাংলাদেশের শ্রীলংকা সফরের সূচিটা পেছাচ্ছে। নভেম্বরে শ্রীলংকার টি-২০ লিগ আয়োজনের কথা ছিল। সেটাও এখন অনিশ্চিত। সুতরাং দুই বোর্ডের হাতেই সিরিজ আয়োজনের সময় আছে। শ্রীলংকা এখনও কোন পরিকল্পনা বাংলাদেশকে দেয়নি। তবে তারা সরকারের সঙ্গে আলোচনা করে নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে। সফরের ব্যাপারে শ্রীলংকাও ইতিবাচক। আগামী ৭-১০ অক্টোবরের মধ্যে সফরটি হতে পারে।


     এই বিভাগের আরো খবর