,

বানিয়াচংয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস এবং আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

জহিরুল ইসলাম নাসিম : বানিয়াচংয়ে জলাতঙ্ক নির্মূলে টিকাদান, পারস্পরিক সহযোগিতা বাড়ান এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভায় আয়োজন করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ পরান’র সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্লুটো চক্রবর্তীর পরিচালনায় বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য এস এম খোকন, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম কিবরিয়া, ডাঃ নাহিদ আফরোজ নিশি, ডাঃ সুপ্তা বর্ধন, ডাঃ মইনুল ইসলাম, ডাঃ আবু ইবনে সিনা, ডাঃ খালেদ মোশারফ, ডাঃ তাহমিদ ইয়াসমিন মিতু, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নাসিমসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ। অন্যদিকে “সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে” এই শ্লোগানকে সামনে রেখে বানিয়াচংয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উদ্যাপন করা হয়েছে। গতকাল সোমবার এ উপলক্ষে বানিয়াচং উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ইফফাতা আরা জামান ঊর্মির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক, জেলা ইমাম সমিতির সভাপতি ক্বাজী মাও: আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, উপজেলা নির্বাচন অফিসার আরমান ভূইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর ইকবাল চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার প্রমুখ।


     এই বিভাগের আরো খবর