,

বানিয়াচঙ্গে দু’পক্ষে ৩ ঘন্টা ব্যাপী সংঘর্ষে পুলিশসহ আহত ৫০ জন ১৩ রাউন্ড রাবার বুলেট ও ২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষে পুলিশ সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল বূধবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এসময় বাড়ীঘর ভাংচুর লুটপাটের ঘটনা ঘটে। বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ থামাতে গিয়ে রাবার বুলেট টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত সুত্রে জানাযায়, ইউনিয়নের চেয়াম্যান হায়দারুজ্জামান ধন মিয়ার সাথে বাহার মিয়া সরদারের আতিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল এর জের ধরে গতকাল সইদ্যাটুলা ও মাতাপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। একে অপরের উপর হামলা পাল্টা হামালা চালায় । খবর পেয়ে বানিয়াচং থানা ওসি নির্মেলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাহিরে চলে গেলে পুলিশ ১৩ রাউন্ড রাবার বুলেট ও ২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে দীর্ঘ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এসময় পুলিশ সহ প্রায় অর্ধ শতাধিক লোক আহত হয়। গুরুত্বর আহতবস্থায় সেলিম মিয়া (২৫), আবুল ফজল (২৬), মোঃ শাবান মিয়া (৫০), আঃ ওয়াদুদ (৪০), আঃ আলিম(৭০), মখলিছ মিয়া ( ৩০), জহির উদ্দিন (২৫), সাজ্জাদ (২৫), আঃ আলী (৪৫), আবিদ মিয়া (২৪), ইমদাদ মিয়া (২৫), ইউসুফ মিয়া (৩০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বানিয়াচং থানা ওসি জানান পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।


     এই বিভাগের আরো খবর