,

হবিগঞ্জে হেযবুত তওহীদের মুখোশ উন্মোচক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ যুব উলামা ঐক্য পরিষদ হবিগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে হেযবুত তওহীদের মুখোশ উন্মোচক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বড়ইউড়ি নাবিলা কমিউনিটি সেন্টারে এই সেমিনার অনুষ্ঠিত হয়। যুব উলামা ঐক্য পরিষদ হবিগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাও: হোসাইন আহমদ খান ত্বহার সভাপতিত্বে ও সেক্রেটারী মাও: আরিফ রব্বানী খান ও মাও: মাহফুজের যৌথ পরিচালানায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন, আটাশ পঞ্চায়েতের সভাপতি ও জামেয়া রায়ধরের মুহতামিম মাও: আবু সালেহ সাদী। বিশেষ অতিথি ছিলেন, মুফতি সিরাজুল ইসলাম মিরপুরী, মাআরিফুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাও: লোকমান সাদী, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন, ব্যকস সভাপতি সামছুল হুদা, যুব উলামার কেন্দ্রীয় সভাপতি, হাফেজ মাও: জাবের আল হুদা চৌধুরী, সেক্রেটারি জেনারেল মাও: নিয়াজুর রহমান নিজাম, বিশিষ্ট ব্যবসায়ী জাকারিয়া চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও: সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক মাও: নোমান আহমদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক, মুফতী মুহসিন আহমদ, সদস্য মাও: আব্দুর রহমান, পৌর সভাপতি, মুফতি আুব হুরায়রা মাসুম, সেক্রেটারী মুফতী জুলকারনাইন, লাখাই শাখা সেক্রেটারী মাও: আব্দুল্লাহ, সদর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, শেখ শেবুল আহমদ, সদর শাখার সহ-সভাপতি মুফতী সাইদুর রহমান, সদর সাংগঠনিক সম্পাদক মাও: সাজিদুর রহমান, মাও: মুশাহিদ আহমদ, প্রচার সম্পাদক মাও: আব্দুল বসীর, অর্থ সম্পাদক মাও: এনামুল হক। সেমিনারে সরকারের কালো তালিকাভূক্ত সংগঠন হেযবুত তওহীদের কুরআন হাদীস বিকৃত করে প্রচারিত বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য রেফারেন্সসহ তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাবের আল হুদা চৌধুরী। বক্তারা বলেন, হেযবুত তওহীদ ধর্ম প্রচারের নামে কুরআন হাদীসের ভুল ব্যাখ্যা করে ধর্মপ্রাণ নারী পুরুষের মধ্যে একটা ধর্মীয় অসন্তোষ ও উত্তেজনা সৃষ্টির কাজে লিপ্ত রয়েছে। এরা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে মুসলমান মনে করেনা, তাই সমাজের শান্তি শৃংখলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার স্বার্থে সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবী জানান।


     এই বিভাগের আরো খবর