,

ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি : নোয়াখালীর বেগমগঞ্জ, হবিগঞ্জের চুনারুঘাট কিংবা বানিয়াচং, পাহাড় কিংবা সমতলে চলছে লাগাতার ধর্ষণ-নিপীড়ন। এমন কোন দিন বাদ যাচ্ছে না যে, দেশে কোন নারী ধর্ষণের শিকার হচ্ছেন না। দেশে ধর্ষণের উল্লাস শুরু হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো নারীসমাজ। তার প্রতিবাদে আজ সোমবার বিকাল ৩.০০ ঘটিকায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদ স্থানীয় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে।
প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি প্রণব কুমার দেবের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক জিরফান চৌধুরী রাফির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি এস.এম. ফুয়াদ হাসান, দপ্তর সম্পাদক ইমদাদ মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক ঝলক গোপ পুলক, উদীচি বৃন্দাবন সরকারি কলেজ শাখার নাট্য সম্পাদক সাকিব আহমেদ খান, বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থী সাইদুর রহমান, মিজান আহমেদ মিজু, ঈমন দাস, জারিন তাসনিম, তোফাজ্জল হোসেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রনেতা মোহাম্মদ শাহীন, জনি রায়, ফুজায়েল আব্দুল্লাহ, আল মামুন সহ সমাবেশে যোগদানকারী অনেক আন্দোলন কর্মী। সমাবেশে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি প্রণব কুমার দেব বলেন দেশে চলমান ধর্ষণের প্রকট আকার ধারণের মূল কারণ ক্ষমতাসীন সরকারের রাষ্ট্রীয় ব্যর্থতা। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতাসীন সরকার স্বৈরাচারী রূপ নিয়ে সকল দায়বদ্ধতা এড়িয়ে যাচ্ছে। এই সরকার ধর্ষকদের লালন করছে, ধর্ষকদের নিরাপত্তা প্রদান করতে বৈতনিক গুন্ডাবাহিনী হিসেবে ব্যবহার করেছে রাষ্ট্রের পুলিশ বাহিনীকে। বিচারহীনতার অপসংস্কৃতির বেড়াকলে চাপা পড়েছে বিচারালয় এবং মানুষের বিবেক বুদ্ধি। দেশের এই সংকটকালীন সময়ে সকল ছাত্র যুবক জনতা এক হয়ে লড়াইয়ে অংশ নেয়ার আহ্বান জানান ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সভাপতি। ধর্ষণ-নিপীড়ন, ফ্যাসিবাদী দুঃশাসন, বিচারহীনতার অপসংস্কৃতি ভেঙে দিয়ে নতুন সমাজ গড়ার লড়াই সংগ্রাম গড়ে তুলার আহ্বান উঠে আসে প্রতিবাদ সমাবেশ থেকে। প্রতিবাদ সমাবেশ শেষ করে মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়ন।


     এই বিভাগের আরো খবর