,

নবীগঞ্জে যুবদল নেতা সাইফুরকে প্রাণনাশের হুমকি ॥ থানায় অভিযোগ, শিরোনামে সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

গতকাল শুক্রবার ৯ অক্টোবর হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার ১ম পৃষ্টায় নবীগঞ্জে যুবদল নেতা সাইফুরকে প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ শিরোনামে সংবাদটি আমার দৃষ্টি গোছর হয়েছে। সংবাদটি সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক। সমাজে আমাদের মান সম্মান নষ্ট করার হীন উদ্দেশ্যে একটি কু-চক্রী মহলের প্ররোচনায় সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে- বাবু মিয়া ও অন্তর মিয়ার ঘর আমার ঘরের পাশা-পাশি। তাদের সাথে আমার ও আমাদের পূর্ব হইতে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। গত ৮ অক্টোবর সকাল অনুমান সাড়ে ১১টার সময় আমার ঘরের মেহনতি সোহাগ মিয়া ঘরের পার্শ্বে আমার জায়গার উপর হইতে গরুকে খাওয়ানোর জন্য কচু খাটতেছিল। ওই সময় বাবু মিয়া আমার মেহনতি সোহাগ মিয়াকে চর-থাপ্পর মারে। তখন সোহাগ মিয়া বিষয়টি আমাকে অবগত করে। সাথে সাথে আমি ওই ঘটনার বিষয়ে বাবু মিয়াকে জিজ্ঞাসা করলে তখন বাবু মিয়া উত্তেজিত হয়ে হাতে দা ও অন্তর মিয়ার হাতে ১টি জি.আই.পাইপ নিয়া আসিয়া আমাকে খারাপ ভাষায় গালিগালাজ করে এবং বাবু মিয়ার হাতে থাকা দা দিয়া আমার গলার নিকট আনিয়া খুন করিবে বলিয়া একাধিকবার হুমকি দেয় এবং এ সময় আমার ছেলে মিষ্ঠু মিয়াকেও খুন-জখম করিবে বলিয়া হুমকি দিয়ে চলে যায়। এছাড়া বাবু মিয়া পূর্বেও আমাকে গুলি করিয়া হত্যা করিবে বলে হুমকি দিয়েছিল। এ নিয়ে গত ৮ অক্টোবর আমি হাজ্বী হিরন মিয়া বাদী হয়ে বাবু ও অন্তর মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগটি তদন্ত করার জন্য নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান থানার এস.আই সম্রাট মিয়াকে দায়িত্ব প্রদান করেন। আমার ছেলে মিষ্ঠু মিয়া নবীগঞ্জ পৌরসভার অধীনস্থ বাজার ও মোরগ বাজার প্রায় ২০ বছর যাবত বাজার ইজারা নিয়ে সুনামের সহিত পরিচালনা করে আসছে। আমি নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি। এছাড়া বর্তমানে নবীগঞ্জ পৌর কৃষকলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি এবং আমার ছেলে মোঃ ফজল মিয়া ৩নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তাই সংগত কারণে আমি ওই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারী
হাজ্বী মোঃ হিরণ মিয়া
পিতা-মৃতঃ ইছরান উল্লাহ,
সাং আনমনু, ৩নং ওয়ার্ড, নবীগঞ্জ পৌরসভা।


     এই বিভাগের আরো খবর