,

রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন মেসি-সুয়ারেস

সময় ডেস্ক ॥ কাতার বিশ্বকাপ বাছাইয়ের নিজ নিজ দলের হয়ে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেস। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি দারুণ একটি রেকর্ডও স্পর্শ করেছেন এই দুই ফুটবলার। লাতিন আমেরিকা অঞ্চলের প্রতিযোগিতামূলক ম্যাচ তথা কোপা আমেরিকা ও বিশ্বকাপ বাছাইয়ের গোলের হিসাবে ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিওর রেকর্ডে ভাগ বসিয়েছেন তারা। ৩৯টি গোল নিয়ে এত দিন রেকর্ডটি একাই দখলে রেখেছিলেন দুইবারের বিশ্বকাপজয়ী রোনালদো। গতকাল শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের মাঠে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দেন মেসি। গোলটির মাধ্যমে কনমেবল অঞ্চলে জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ছয়বারের বর্ষসেরা ফুটবলারের গোলসংখ্যা দাঁড়ায় ৩৯টি। অন্য অঞ্চলের প্রতিপক্ষ মিলিয়ে অবশ্য তার গোল ৭১টি।
শুক্রবার একই সময়ে মন্টিভিডিওতে অতিথি চিলিকে উরুগুয়ের ২-১ ব্যবধানে হারানোর ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেন সুয়ারেস। এতে কনমেবল অঞ্চলের মধ্যে জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে এই স্ট্রাইকারেরও গোলসংখ্যা দাঁড়ায় ৭১টি। আন্তর্জাতিক ফুটবলে সব মিলিয়ে তার গোলসংখ্যা ১১৪টি।


     এই বিভাগের আরো খবর