,

প্রধানমন্ত্রী দুরদর্শী চিন্তার ফলেই দেশে এ ধরণের বৈপ্লবিক উন্নয়ন করা সম্ভব হচ্ছে -এমপি আব্দুল মজিদ খান

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব এড. মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পেতে হলে গ্রাহকদের আরও সাশ্রয়ী হতে হবে। খেয়াল রাখতে হবে প্রয়োজন ছাড়া যাতে কোন লাইট বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি চালু না থাকে। তাহলেই জননেত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার মহতী উদ্যোগ সফল হবে। গতকাল সকালে বানিয়াচং উপজেলার কুমড়ি বাজারে এলাকাবাসী কর্তৃক আয়োজিত কুমড়ি, দুর্গাপুর, নজরপুর, নীলপুর, ফিরিঙ্গি টুলা গ্রামে বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। বিদ্যুৎ অফিসারের তথ্য মতে ২ কোটি ১৫ লাখ ১১ হাজার ১শ’ টাকা ব্যয়ে কুমড়ি, দুর্গাপুর, নজরপুর, নীলপুর ও ফিরিঙ্গি টুলা গ্রামে সারে ১৬ কিলোমিটার লাইন স্থাপনের মাধ্যমে ২১৩৩টি পরিবারে বিদ্যুতায়ন করা হয়েছে। এমপি আব্দুল মজিদ খান আরও বলেন, আওয়ামী লীগ সরকার শুধু বিদ্যুতায়ন নয় যোগাযোগ, শিক্ষা স্বাস্থ্য, কৃষি, তথ্য প্রযুক্তি সহ প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন কাজ সফলভাবে চালিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তার ফলেই দেশে এ ধরণের বৈপ্লবিক উন্নয়ন করা সম্ভব হচ্ছে। গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনা আপনাদেরকে বিদ্যুত দিয়ে দায়িত্ব পালন করছেন। আর আপনাদের দায়িত্ব হলো সঠিকভাবে এর ব্যবহার করা। বানিয়াচং আজমিরীগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করে এমপি আব্দুল মজিদ খান বলেন, বানিয়াচং আজমিরীগঞ্জ বাসী আমাকে তৃতীয় বারের মতো এমপি নির্বাচিত করেছেন। তাই আমিও বানিয়াচং আজমিরীগঞ্জ বাসীর কাজেই নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত রাখছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই। আমি রাজনীতি করি মানুষ সেবা করার জন্য, কোন ধান্দাবাজি করার জন্য রাজনীতিতে আসিনি। মানুষ আমাকে ভালবাসে আমি মানুষকে ভালবাসি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন তালুকদার এর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা এড. আব্দুল হামিদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের জিএম মোতাহের হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান শেখ শামছুল হক, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া, ইউনিয়ন চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কদ্দুছ শামীম, ইউনিয়ন চেয়ারম্যান ফজলুর রহমান খান, ইউনিয়ন চেয়ারম্যান এরশাদ আলী, আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযুষ সূত্রধর, আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী, মন্তাজ মেম্বার, শাহীন চৌধুরী, এমাদ মাস্টার, হাফিজুর রহমান হক সাব, হাফিজ উদ্দিন, মিজানুর রহমান মেম্বার, কুরবান আলী মেম্বার, সুন্দর আলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়ত করেন মওলানা নাছির উদ্দিন, গীতা পাঠ করেন প্রধান শিক্ষক অরুণ কুমার দাস।


     এই বিভাগের আরো খবর