,

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা

বিছানাপত্র, ঔষধ ও বিশুদ্ধ পানির তীব্র সংকটনবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল অবস্থা বিরাজ করছে। নানা সমস্যার মধ্যে হাসপাতালের বহিঃ বিভাগে ভর্তিকৃত রোগীদের দূর্ভোগের সীমা নেই। বিছানাপত্র, ঔষধ ও বিশুদ্ধ পানির তীব্র সংকট বিরাজ করছে। যে সব বিছানা চাদর, বালিশ ও মশারী রয়েছে তাও ময়লা যুক্ত। ডায়েরীয়াসহ বিভিন্ন রোগের পর্যাপ্ত ঔষধ পত্রের রয়েছে তীব্র সংকট। বিশুদ্ধ পানির অভাবে রোগীদের দূর্ভোগের শেষ নেই। এ ব্যাপারে কর্তপক্ষ রয়েছে উদাসীন। এছাড়া ময়লা আর্বজনা ও দূর্গদ্ধে ভরপুর অত্র হাসপাতাল। পরিস্কার পরিচ্ছন্নতার অভাব প্রকট। নিম্ন মানের খাবার পরিবেশন করারও অভিযোগ রয়েছে। উল্লেখ্য, গেল মে মাসের প্রথম দিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা নিয়ে দৈনিক আমার দেশ, হবিগঞ্জের বিভিন্ন স্থানীয় পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। পরদিনই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। সাথে নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এ সময় দেখা যায় বহিঃবিভাগের প্রত্যেকটি বেডে নতুন বিছানা চাদর, বালিশ শুভা পাচ্ছে। পরিস্কার পরিচ্ছন্নতার অভাব নেই। পরিদর্শন শেষ আবার ময়লাযুক্ত চাদর ও বালিশ ব্যবহার করা হচ্ছে। এটাকে শুভংকের ফাকিঁ বলে অভিহিত করেছেন চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তার স্বজনরা। সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানিয়েছেন বিছানা চাদর ও বালিশের তীব্র সংকট রয়েছে। যে গুলো চাদর রয়েছে তা ময়লা হলে ধোপার কাছে দেওয়ার পর রোগীদের আর চাদর দেয়া সম্ভব হয়না। ভর্তিকৃত রোগীদের সাথে আলাপ করে জানাযায়, ভর্তি হওয়ার পর নানা বিড়ম্বনা ও দুভোর্গে পোহাতে হয়। সময় মতো ডাক্তার পাওয়া যায়না, প্রয়োজনীয় ঔষধ গুলো বাহির থেকে খরিদ করে আনতে হয়। বিছানাপত্র নেই, যা দেয়া হয় তাও আবার ময়লাযুক্ত। এছাড়া ওই হাসপাতালে গভীর কোন নলকুপ নেই। যেটা আছে তার পানিও ব্যবহার উপযোগী নয়। ফলে বিশুদ্ধ পানির অভাবে নানা রোগ জীবানুর সৃষ্টি হচ্ছে। ভর্তিকৃত রোগী ও স্থানীয় লোকজন এ অবস্থা থেকে পরিত্রান পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে হাসপাতালের টিএইচও এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইল ফোনটি অফ পাওয়া যায়।


     এই বিভাগের আরো খবর