,

ধর্ষণ, নারী নির্যাতনের বিরুদ্ধে ৯ দফা দাবীতে উদীচীর প্রতিবাদ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি : সারাদেশে ধর্ষণ, নারী নির্যাতন, রুখে দাঁড়াও বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় উদীচীর ৯ দফা দাবী আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে উদীচী হবিগঞ্জ জেলা সংসদ স্থানীয় টাউন হলের সামনে মঙ্গলবার বেলা ১১টায় এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। জেলা উদীচীর সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, তেল-গ্যাস-বন্দর-রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী শিবলী, সিপিবি নেতা চৌধুরী মহিবুন্নুর ইমরান, বাসদ মার্কসবাদী নেতা শফিকুল ইসলাম, ন্যাপ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চৌধুরী, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খান, চারণ সাংস্কৃতিক সংসদের রিপন রায়, সময়ের সত্যের সংবাদের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নায়েব হোসাইন প্রমুখ। প্রতিবাদ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করেন উদীচীর শিল্পী উপমা চক্রবর্তী, রিপন রায় ও কবিতা আবৃত্তি করেন আবদুল্লাহ আবীর। বক্তাগণ বলেন- সারাদেশে অব্যাহত খুন, ধর্ষণ, নারী নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর যে ৯ দফা দাবী পেশ করা হয়েছে তা বাস্তবায়ন করার লক্ষ্যে সকলে মিলে রাস্তায় নেমে এসে আন্দোলনকে ত্বরান্বিত ও একাত্নতা পোষণ করার উদাত্ত আহবান জানান।


     এই বিভাগের আরো খবর