,

হবিগঞ্জে বীরউত্তম সি.আর দত্ত ও এডভোকেট সৈয়দ আফরোজ বখত স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

সংবাদদাতা ॥ প্রয়াত সেক্টর কমান্ডার মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত (সি.আর দত্ত) বীরউত্তম ও ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সৈয়দ আফরোজ বখত স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সদ্য প্রয়াত সেক্টর কমান্ডার মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত (সি.আর দত্ত) বীরউত্তম তিনি ছিলেন মুক্তিযুদ্ধের রনাঙ্গনের সম্মুখসারির যোদ্ধা-অপরজন ছিলেন ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা বাম ধারার রাজনীতিবিদ প্রবীণ আইনজীবী এডভোকেট সৈয়দ আফরোজ বখত। স্বাধীনতা পরবর্তীকালে উভয়েই নিজ নিজ কর্মক্ষেত্রে দেশগড়ার কাজে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই উভয় ব্যক্তিত্বের জীবনের সংগ্রামী চেতনাকে আমাদের ধারণ ও লালন করতে হবে। একটি অসাম্প্রদায়িক আদর্শিক চেতনার রাজনীতি প্রতিষ্ঠা করতে না পারলে দেশের মানুষের সত্যিকার অর্থে কল্যাণ বয়ে আনবে না।
গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় আর.ডি হল প্রাঙ্গনে সম্মিলিত নাগরিক আন্দোলন, হবিগঞ্জ আয়োজিত সি.আর. দত্ত ও এডভোকেট আফরোজ বখত এর স্মরণসভায় আগত বক্তারা এ কথা বলেন।
সম্মিলিত নাগরিক আন্দোলনের সমন্বয়কারী পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে ও শফিকুল ইসলামের পরিচালনায় শোকসভায় স্বাগত বক্তব্য রাখেন- নাগরিক আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী সাবেক ভিপি আবু হেনা মোস্তফা কামাল। স্মৃতিচারণ করেন- বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, কমরেড হাবিবুর রহমান, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হান্নান চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ, রেডক্রিসেন্ট হবিগঞ্জ এর সভাপতি শফিকুল বারী আউয়াল, রাজনীতিবিদ এডভোকেট জুনায়েদ আহমেদ, মুরলী ধর দাশ, গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা এডভোকেট রনধীর দাশ, কিবরিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, রেডক্রিসেন্ট হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, খোয়াই থিয়েটার সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্ত টিটু, বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জুল সোহেল, সিনিয়র আইনজীবী এডভোকেট সুধাংশু সূত্রধর, এডভোকেট মনমোহন দেবনাথ, প্রয়াত এডভোকেট আফরোজ বখত সাহেবের ছেলে এডভোকেট সামায়ুন বখত, অবঃ প্রধান শিক্ষক ভূপিকা রঞ্জন দাশ, মোঃ আব্দুর রউফ প্রমুখ। উপস্থিত ছিলেন- চৌধুরী মহিবুন্নুর ইমরান, এডভোকেট জিলু মিয়া, মাতৃছায়া পরিচালক বন্ধুমঙ্গল রায়, জেলা উদীচী সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন খান, শাহ আশিকুর রহমান, যুব জোট কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহান লিটন, এডভোকেট অর্জুন রায়, উদীচী সাবেক সাধারণ সম্পাদক পি.কে সূত্রধর, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক এ.কে.এম নাছিম, মোঃ ছোরাব খান প্রমুখ।
সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। উভয় ব্যক্তিত্বের জীবনী পাঠ করেন কবি হারুন সিদ্দিকী ও রিপন রায়।


     এই বিভাগের আরো খবর