,

রুক্ষ চুলের যত্ন

সময় ডেস্ক ॥ চুলের সমস্যায় ভোগেন না এমন মানুষের সংখ্যা কম। রুক্ষ কিংবা নিষ্প্রাণ হয়ে যাওয়া চুলের চাই বিশেষ যত্ন। এই যত্ন আপনি চাইলে বাড়িতে বসেই করতে পারেন। রইল তিনটি হেয়ার মাস্কের টিপস। নিষ্প্র্রাণ চুলকে সজীব করতে এই হেয়ার মাস্কটি সব ধরনের চুলের জন্য কার্যকরী। প্রথমে আধা কাপ কোকোনাট মিল্ক্ক, ২ টেবিল চামচ নারিকেল তেল ও ১ টেবিল চামচ মধু নিন। এবার একসঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। শ্যাম্পু করার পর হেয়ার মাস্কটি ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
রুক্ষ চুলের চটজলদি সমাধান হলো মেয়োনিজ; যা সুপারশপগুলোতে পাওয়া যায়। চুলের মধ্যভাগ থেকে একদম ডগা পর্যন্ত মেয়োনিজ লাগান। দেখবেন খুব দ্রুত চুলে সফটনেস আসবে। এই মাস্ক ডিপ কন্ডিশনিংয়ে সাহায্য করবে।
অ্যালোভেরা জেলের গুণাগুণ সবারই জানা। বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তবে ভালো, না থাকলেও সমস্যা নেই। সে ক্ষেত্রে বাজার থেকে কিনে জেল বের করে নিন। এবার জেলের সঙ্গে কোকোনাট মিল্ক্ক মিশিয়ে নিন। এবার ভালোমতো শ্যাম্পু করে এই মিশ্রণটি ২০-২৫ মিনিট রেখে দিন। তারপর চুল ভালো করে ধুয়ে নিন। এটি চুলের রুক্ষতা কমাবে এবং চুলকে করবে হাইড্রেট।


     এই বিভাগের আরো খবর