,

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’

জুয়েল চৌধুরী ॥ ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এ গানটি উপমহাদেশের প্রয়াত শিল্পী ভুপেন হাজারিকা গাইলেও বাস্তবে এর ভিন্নচিত্র দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় হবিগঞ্জ সদর হাসপাতালের সামনে মা ফার্মেসীতে শামীম আহমেদ নামে রোগীর সাথে দেখা হয় এ প্রতিনিধি জুয়েল চৌধুরীর। এ সময় সে সাংবাদিককে দেখে আক্ষেপ করে বলে, আমি ৩ মাস ধরে এজমা রোগ নিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছি। ওষুধতো দুরের কথা নূন্যতম চিকিৎসা দিচ্ছে না হাসপাতাল। সকাল-বিকাল হাসপাতাল আসে আর যায়। সে খুবই গরিব। সুস্থ থাকতে সদর থানায় পুলিশদের সেবায় নিয়োজিত ছিলেন। বিনিময়ে ৩ বেলা খাবার পেত। কিন্তু অসুস্থ হবার এ কাজও চলে যায়। ডাক্তার তাকে দেখে ওষুধ লিখে দেয় ঠিকই। কিন্তু কেউ ওষুধ দেইনি। মাঝে মাঝে মা ফার্মেসীর মালিক এইচ এম রুবেল বিনামূল্যে ওষুধ দিয়ে সহযোগিতা করে। কিন্তু হাসপাতালে ভালোমানের ওষুধ আছে, কিন্তু সেখান থেকে তাকে ওষুধ দেয় হয়না। ওষুধ আনতে গেলে তাকে গালমন্দ করে বিদায় করে দেয়া হয়। সে সুনামগঞ্জ জেলার ছাতক গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র। ১৪ বছর আগে তার মা বাবা মারা যায়। এরপর হবিগঞ্জ চলে আসে। সদর থানাতেই বসবাস করছে। তাই সে বিত্তবান মানুষের কাছে সহায়তার আবেদন করেছে। হাসপাতালের আরএমও জানান, তার অবস্থা খুবই খারাপ। দিনদিন সে তার অবস্থার অবনতি হচ্ছে। ভালো চিকিৎসা না করলে হয়তবা তাকে বাঁচানো যাবে না। সিলেট কিংবা ঢাকা নিয়ে যেতে হবে তাকে চিকিৎসার জন্য। কিন্তু চিকিৎসার জন্য ব্যায়বহুল অর্থ প্রয়োজন।


     এই বিভাগের আরো খবর