,

দীপিকা, সারাদের ফোন ফরেনসিক তদন্তে

সময় ডেস্ক ॥ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় জোর কদমে তদন্ত শুরু করেছে এনসিবি। মাদক মামলায় রিয়া চক্রবর্তী জামিনে মুক্ত হলেও, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তাদের মতো করে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যেই ১৫টি স্মার্ট ফোন ফরেন্সিক তদন্তের জন্য ল্যাবে পাঠানো হয়েছে। গুজরাটের ডিরোক্টরেট অফ ফরেনসিক সায়েন্সে পাঠানো হয়েছে ওই স্মার্ট ফোনগুলো। গুজরাটের ফরেন্সিক ল্যাবে পরীক্ষা জন্য যে ১৫টি ফোন পাঠানো হয়েছে, সেই তালিকায় রয়েছে দীপিকা পাড়ুকোন, সারা আলি খানদের মোবাইলও। ওই ফোনগুলির মাধ্যমে কাদের সঙ্গে যোগাযোগ করা হত, কী কী মেসেজ করা হয় কিংবা সোশ্যাল মিডিয়ার ব্যবহারই বা কীভাবে হত, সেই সব তথ্যের জন্যেই ফরেনসিক তদন্ত করা হবে। ওই মোবাইল ফোনগুলির সমস্ত তথ্য হাতে এলে, তবেই মাদক মামলার মূল অভিযুক্তের সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। দীপিকা পাড়ুকোন, সারা আলি খানের পাশাপাশি রকুল প্রীত সিং এবং শ্রদ্ধা কাপুরের মোবাইলও ফরেনসিক তদন্তের জন্য এনসিবি গুজরাটে পাঠিয়েছে বলে খবর পাওয়া গেছে।


     এই বিভাগের আরো খবর