,

সদর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন স্থগিত ॥ভোট জালিয়াতির অভিযোগ ॥ পুণরায় নির্বাচনের দাবী

এম.এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার পরিষদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। পুণরায় ভোট গ্রহণের দাবিতে ভোটাররা নির্বাচন কমিশনার ও প্রিজাইডিং অফিসার কে অবরোদ্ধ করে রাখে। সরজমিনে জানাযায়, নির্বাচনে অংশ গ্রহণ করেন ৫ জন প্রার্থী। শহরের পৌর এলাকার প্রার্থীরা হলেন সৈয়দা লাভলী সুলতানা মোরগ মার্কা, সালমা আক্তার চৌধূরী চাঁদ মার্কা, এছাড়া ইউনিয়নের প্রার্থীরা হলেন রোকেয়া আক্তার টেবিল মার্কা, সামছুন্নাহার মোরগ মার্কা ও জরিনা বেগম হরিণ মার্কা নিয়ে প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন, তোফাজউদ্দিন, সহকারী নির্বাচন অফিসার তানজিদা আফরিন চন্দা, সহকারী প্রিজাইডিং অফিসার অমিতাভ পরাগ, মোট ভোটার ৩৬ জন সকলেই অংশ গ্রহণ করেন। সকাল ৯টা থেকে একটানা ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্টিত হয়। ৩৬ নং ভোটার ফুলবানু ভোট দিতে গিয়ে দুইটি ব্যালট পেপার কাষ্ট করেন। এতে সমস্যা দেখা দেয়। পরে প্রিজাইডিং অফিসার ভোট স্থগিত করে দেন। অধিকাংশ ভোটাররা ও প্রার্থীরা ভোট কারচুপির অভিযোগ তুলেন। অনেক জলপনা কল্পনার পর কেন্দ্রীয় নির্দেশে ভোট স্থগিত করা হয়। এদিকে ভোটাররা বিক্ষোদ্ধ হয়ে উঠেন। নির্বাচন অফিসার ও প্রিজাইডিং অবরোদ্ধ করে রাখেন। পরে প্রার্থীগণ জেলা নির্বাচন অফিস ঘেরাও করে রাখেন। অবস্থার বেগতিক দেখে উপজেলা নির্বাচন অফিসার তাদেরকে সমস্যা সমাধান করার জন্য আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার তোফাজ উদ্দিন জানান, বিষয়টি কেন্দ্রীয় নির্দেশে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে। সিদ্বান্ত পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এ ঘটনায় প্রার্থী ও ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা গেছে।


     এই বিভাগের আরো খবর