,

দিতির নাটকে অতিথি ফেরদৌ

সসময় ডেস্ক ॥ চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির সঙ্গে আজ পর্যন্ত কোন চলচ্চিত্রে একই ফ্রেমে কাজ করার সুযোগ হয়ে উঠেনি সুদর্শন নায়ক ফেরদৌসের। যে কারণে মনে মনে এক ধরনের অতৃপ্তি কাজ করে ফেরদৌসের। তবে কিছুদিন আগে একটি অভিজাত কোম্পানীর শো-রুম উদ্বোধন করতে কুমিল্লা গিয়েছিলেন দিতি ও ফেরদৌস। কিন্তু সেখানে কোম্পানীর অব্যবস্থাপনা ও অপেশাদারী মনোভাবের কারণে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তারা দু’জনই। এবার আর তিক্ত অভিজ্ঞতা নয়। পারভীন সুলতানা দিতি অভিনীত ‘বৃষ্টির কান্না’ টেলিফিল্মে অতিথি হয়ে এলেন ফেরদৌস। তবে এটাও একই ফ্রেমে দু’জনের অভিনয় নয়। গত শনিবার দিতি’র গুলশানস্থ বাসায় শুটিং চলছিলো তার অভিনীত ‘বৃষ্টির কান্না’ টেলিফিল্মের। এটি নির্মাণ করছিলেন রাশেদ শামীম। মূলত রাশেদ শামীমকে দিয়ে ফেরদৌসের একটি চলচ্চিত্র নির্মাণের কথা রয়েছে। নিজ চোখে তার কাজ পর্যবেক্ষণ করতে এবং পারভীন সুলতানা দিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রাত দশটায় দিতির বাসায় হাজির হন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস। ফেরদৌসের উপস্থিতিতে ফেরদৌসের প্রতি সম্মান জানিয়ে প্রায় ত্রিশ মিনিট শুটিং বন্ধ রাখা হয়। দিতি বলেন, ‘আমি আর ফেরদৌস আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ অভিনয় করেছি। তবে চলচ্চিত্রের পর্দায় দর্শক আমাদেরকে একসঙ্গে দেখেননি। সর্বশেষ আমারই নিমন্ত্রণে আমার জন্মদিনে গত ৩১ মার্চ ফেরদৌস আমাকে শুভেচ্ছা জানাতে আমার বাসায় এসেছিলো। বিনয়ী একজন মানুষ ফেরদৌস। পাশাপাশি খুব গুণী একজন শিল্পী। তারসঙ্গে একই চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে রয়েছে। গল্প অনুযায়ী তারসঙ্গে কাজ করার সুযোগ পেলে অবশ্যই কাজ করবো।’ ফেরদৌস বলেন, ‘যেহেতু রাশেদ শামীমকে দিয়ে আমি একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছি, তাই তার কাজ একটু পর্যবেক্ষণ করার জন্যই সেদিন দিতি ম্যাডামের নিমন্ত্রণে অতিথি হয়ে তার বাসায় গিয়েছিলাম। অনেকদিন পর তারসঙ্গে দেখা হয়ে ভালোও লাগলো। আমারও তার সঙ্গে কাজ করার ইচ্ছে আছে। দেখা যাক হয়তো সামনে ব্যাটে বলে মিলেও যেতে পারে।’ মমর রুবেল রচিত রাশেদ শামীম পরিচালিত ‘বৃষ্টির কান্না’ টেলিফিল্মে নাম ভূমিকায় অভিনয় করছেন দিতি। ঈদে চ্যানেল আইতে এটি প্রচার হবে। এদিকে ফেরদৌস সম্প্রতি বিদ্যা সিন্হা মিমের সঙ্গে জুটিবদ্ধ হয়ে একটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন। এছাড়াও শেষ করেছেন মৌসুমী পরিচালিত ‘শূণ্য হৃদয়’ চলচ্চিত্রের কাজ। অল্প কিছুদিনের মধ্যেই তিনি ডাবিং-এর কাজ শেষ করবেন। তার প্রযোজিত একমাত্র চলচ্চিত্র হচ্ছে ‘এক কাপ চা’।


     এই বিভাগের আরো খবর