,

হবিগঞ্জ প্রেসক্লাবের নামাজ ঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের নামাজ ঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত সোমবার দুপুরে হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় মেয়র আগামী ডিসেম্বরের মধ্যে নামাজ ঘর নির্মাণ কাজ সম্পন্ন করার ব্যবস্থা গ্রহন করবেন বলে আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, এ নামাজ ঘর নির্মাণের ফলে কাবের সদস্যগণসহ অন্যান্যদের যথাসময়ে নামাজ আদায়ের সুব্যবস্থা নিশ্চিত হবে। তিনি দায়িত্ব পালনে সাংবাদিকদের সার্বিক সহযোহিতা কামনা করেন। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোঃ ঈসমাইল হোসেন, সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, নামাজ ঘর নির্মাণ কমিটির আহ্বায়ক সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান। উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর খান, পৌর সচিব মোঃ ফয়েজ আহমেদ, প্রকৌশলী দীলিপ রায়, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাংবাদিক আব্দুল হালীম, শাকিল চৌধুরী, রাশেদ আহমদ খান, এম এ হাকিম, আব্দুল আজিজ সেলিম, নুরুল হক কবির, মোঃ নুর উদ্দিন, এম সুরুজ আলী, মোঃ ছানু মিয়া, মইনুদ্দিন আহমেদ, এম মুজিবুর রহমান, তারেকুর রহমান, নায়েব হোসাইন প্রমুখ।
উল্লেখ্য, নামাজ ঘর নির্মাণে ইতিমধ্যে ইংল্যান্ড প্রবাসী হবিগঞ্জে কৃতি সন্তান কামাল চৌধুরী ২৫ হাজার টাকা, কাব সদস্য এমএ মজিদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।


     এই বিভাগের আরো খবর