,

ডিসেম্বরে চালু মধুবন সিনেপ্লেক্স প্রাধান্য পাবে দেশীয় ছবি

সময় ডেস্ক ॥ আধুনিক সুযোগ সুবিধা নিয়ে বগুড়ায় চালু হচ্ছে ‘মধুবন সিনেপ্লেক্স’। চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে সিনেপ্লেক্সটি উদ্বোধন করা হবে বল জানিয়েছেন মধুবন সিনেপ্লেক্সের কর্ণধার আরএম ইউনুস রুবেল। ডিসেম্বরে না ঈদুল ফিতরে সিনেপ্লেক্সটি উদ্বোধন করার পরিকল্পণা ছিলো বলে জানালেন তিনি। করোনা ভাইরাস এসে সে পরিকল্পণায় ব্যাঘাত ঘটায়। ভাইরাসটির কারণে নির্মাণ ও সাজ-সজ্জার কাজ করা সম্ভব না হওয়ায় চালু করাও সম্ভব হয়নি। তাই উদ্বোধনের তারিখ ডিসেম্বরেই করা হয়েছে। মালিক রুবেল জানান, ডিসেম্বরে দেশের বাংলা ছবি দিয়েই মধুবন সিনেপ্লেক্স উদ্বোধন হবে। সিনেপ্লেক্সটির মালিক জানালেন, নবাব এল.এল.বি বা মিশন এক্সট্রিমের মতো ছবি দিয়েই সিনেপ্লেক্সটির যাত্রা শুরুর ইচ্ছা।
সিনেপ্লেক্সটির ম্যানেজারের দায়িত্বে থাকা সায়েখউজ্জামান জানান, মধুবন সিনেপ্লেক্স যুক্ত হলেও বাংলা ছবিই প্রাধান্য পাবে এতে। তবে বাংলা চলচ্চিত্রের পাশাপাশি হলিউডের চলচ্চিত্রও প্রদর্শনের পরিকল্পনা তাদের রয়েছে।


     এই বিভাগের আরো খবর