,

নবীগঞ্জের সদরঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ৫ ॥আশংকাজনক অবস্থায় ২ জনকে সিলেট প্রেরণ

এম আহমদ আজাদ/ রাকিল হোসেন ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজারের সন্নিকটে গতকাল সোমবার ভোর সাড়ে ৫ টায় ট্রাক ও প্রাইভেট মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় একই পরিবারের সেনা সদস্যসহ বাবা, মা, ছেলে, মেয়ে ৪ জন সহ ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ২ জন কে মুমূর্ষ অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ঘন্টা খানেক সময় যানচলাচল বন্ধ তাকে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং নিহত ও আহতদের উদ্ধার করে। মর্মান্তিক এ ঘটনায় মহাসড়কে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। জানাযায়, গতকাল সোমবার ভোর রাত সাড়ে ৫টার সময় সিলেট থেকে ঢাকাগামী ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১২৯৪) ও ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী প্রাইভেট মাইক্রো নং (সিলেট-ক-১১-০৩৪৫) মূখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। এ সময় একটি শিশু ও একজন মহিলাসহ দুইজন গুরুতর আহত হন। নিহতরা হল, সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং মোহাম্মদপুর গ্রামের আব্দুল হামিদ (৬০), স্ত্রী কুলসুমা বেগম (৫০), ছেলে সেনা সদস্য আব্দুল কাদের (৩০), কন্যা শারমিন বেগম (২২) ও মাইক্রো চালক জৈন্তাপুর উপজেলার গিলাতেল গ্রামের ফজলু মিয়ার ছেলে শাহ আলম (৩০)। শেরপুর হাইওয়ে পুলিশ লাশ এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশের ওসি নুরনবী সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এবং নিহত ও আহতদের উদ্ধার করে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আমাদের জিম্মায় আটক রয়েছে। উল্লেখ্য সেনা সদস্য মাস দুয়েক আগে জাতিসংঘ মিশন থেকে আসেন। গতকাল নরসিংহদি আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর