,

পাটকল শ্রমিকনেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহার দাবিতে বামজোটের বিক্ষোভ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি ॥ রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে লুটপাট চলবে না। সরকারের স্বৈরাচারী আচরণ-রুখে দাঁড়াও জনগণ। শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় হবিগঞ্জ জেলা বামজোট শহরের মোত্তালিব চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও শফিকুল ইসলামের পরিচালনায় কর্মসূচীতে বক্তব্য রাখেন সিপিবি নেতা পীযুষ চক্রবর্তী, বাসদ নেতা এড. জুনায়েদ আহমেদ, হুমায়ুন খান প্রমুখ। সংহতি প্রকাশ করেন- কবি সিদ্দিকী হারুন, বিষ্ণু সরকার, রফিকুল ইসলাম, মোঃ মনজিল মিয়া, অর্জুন সরকার, মোঃ সাহেব আলী, রবিন সরকার, শেখ মোঃ মুত্তালিব মিয়া, মোঃ সামছুর রহমান, আঃ জব্বার, মাসুক মিয়া ও আব্দুল কাইয়ুম। সভায় বক্তাগণ বলেন করোনা মহামারীতে ২৬টি পাটকল বন্ধ করে ৫০ হাজার শ্রমিকের প্রতি অন্যায় এবং অমানবিক আচরণ করেছে সরকার। রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ করে লুটপাট চলবে না, আধুনিকায়ন করে বন্ধ পাটকল চালু করতে হবে। শ্রমিক নেতৃবৃন্দের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সরকারকে মনে রাখতে হবে, এক শ্রমিক আরেক শ্রমিকের ভাই। তাই সকল পেশার শ্রমিকদের রাস্তায় নামতে বাধ্য করবেন না। এর ফল ভাল হবে না। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকদের পাশে দাবি আদায়ের আন্দোলনকে শক্তিশালী করার আহবান জানানো হয়।


     এই বিভাগের আরো খবর