,

বাঙ্গালী এমপি আফসানা বেগমের বিরুদ্ধে হাউজিং প্রতারনার অভিযোগ আদালতে প্রমালিত হলে চলে যেতে পারে পার্লামেন্ট মেম্বারশীফ

মতিয়ার চৌধুরী, লন্ডন :: লন্ডনের বাঙ্গালী অধ্যুষিত পপলার এন্ড লাইমহাউস আসনের  বাংলাদেশী বংশোদ্ভুত  ব্রিটিশ এমপি আফসানার বেগমের বিরুদ্ধে হাউজিং ফ্রড বা আবাসন জালিয়াতির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগে বলা হয় তিনি প্রভাব খাটিয়ে মাত্র ৬ মাসের  ভেতর কাউন্সিল ফ্লাট গ্রহন করেছেন। ৩০ বছর বয়সী আফসানা বেগম টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আইলস অফ ডগ এর মত অভিজাত এলাকায় ৩০০ হাজার পাউন্ড মূল্যের  ফ্লাটটি গ্রহন করেন। এবিষয়ে ব্রিটেন থেকে প্রকাশিত দ্যা মেইল একটি প্রতিবেদন প্রকাশ করেছে।  জানায়  অভিযোগের জবাব দিতে আগামী ১০ ডিসেম্বর তাঁকে আদালতে হাজির হতে হবে। যদি তিনি আইনী প্রক্রিয়ায়  হেরে যান, তা হলে তার পার্লামেন্ট মেম্বারশীফ চলে যেতে পারে  এমনকি জেল জরিমানাও হতে পারে। লেবার পার্টির সাবেক লিডার জেরেমি করবিনের ঘনিষ্ট হিসেবে পরিচিত আফসানা বেগম ২০১১ সালে প্রথম কাউন্সিলের ঘরের জন্য  আবেদন করেন।  যে সময় তিনি ঘরের জন্যে আবেদন করেন তখন তিনি তার বাবা-মার  সাথে একই কাউন্সিলের একটি বাড়ীতে থাকতেন। ২০১৪ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর বাবা-মা‘র ঘর থেকে স্বামীর সাথে চলে যান। কিন্তু স্বামীর সাথে  তার বিচ্ছেদ হয়ে গেলে তিনি ঘরের জন্য দীর্ঘ অপেক্ষার তালিকায় থাকলেও মাত্র ছয় মাসের ভেতর ঘর পেয়ে যান। যদিও বলা হয়েছে স্বামীর সাথে বিচ্ছেদের পর তার কোন সন্তানও ছিলোনা, এর পরও তিনি কিভাবে অল্প সময়ে ঘর পেয়ে যান এমন প্রশ্ন্ উঠেছে। আফছানা বেগম এর আগে  বলেছেন, স্বাধীনভাবে নিরাপদে বেঁচে থাকার জন্য তার ঘরের প্রয়োজন ছিলো। তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাখান বলেন আইনজীবির পরামর্শ ছাড়া এর চেয়ে বেশি কিছু বলতে পারবেনা। ইষ্টলন্ডনের টাওয়ার হ্যামলেটস বারার বাঙ্গালী অধ্যুসিত পপলার এন্ড লাইম হাউস আসন থেকে প্রথমবারে মত লেবার দল থেকে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।  ৩০ বছর বয়সী আফসানা বেগমের  তার জন্ম ও বেড়ে ওঠা   ইষ্টলন্ডনের হ্যামলেটস এলাকায় হলেও বাংলাদেশে তাদের আদি নিবাস বৃহত্তর সিলেটর   সুনামগঞ্জের জগন্নাথপুরের লুদরপুর গ্রামে।  আফসানার বাবা মনির উদ্দিন আহমদও টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের লেবার দলীয় কাউন্সিলার ছিলেন। এক সময় টাওয়ার হ্যামলেটস বারার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। স্কুল জীবন থেকে আফসানা লেবার দলের রাজনীতির সাথে জড়িত, পিতার হাত ধরে তার রাজনীতিতে আসা। লন্ডনের  কুইন মেরী ইউনিভারসিটি থেকে রাষ্ট্র বিজ্ঞানে ডিগ্রিধারী আফসানা বেগম  এমপি হওয়ার আগে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে হাউজিং বিভাগে চাকুরী করেছেন।  এই আসনের সাবেক এমপি ও লেবার দলীয় মন্ত্রি জিম ফ্রিজ পেট্রিক রাজনীতি থেকে অবসরে গেলে আফসানা বেগম  প্রথম বারের মত লেবার দল থেকে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়ে ব্রিটিশ  পার্লামেন্টে তৃতীয় বাঙ্গালী হিসেবে প্রবেশ করেন।


     এই বিভাগের আরো খবর