,

নবীগঞ্জে চেয়ারম্যান হারুনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে ইউনিয়নবাসীর তীব্র নিন্দা ও প্রতিবাদ

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন গংদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে জানিয়েছেন ইউনিয়নবাসী। গত বৃহস্পতিবার সকাল ১০টায় ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ও ১নং ওয়ার্ড মেম্বার হাজী দুলাল মিয়াসহ ৮ জনের উপর মিথ্যা মামলার প্রতিবাদে হাজী সানুর মিয়ার সভাপতিত্বে মেন্দি মিয়ার পরিচালনায় এক প্রতিবাদ সভা ও গণস্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে এলাকারবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন কনা মাস্টার, হাজী আব্দুর রব, হাজী আতাউর রহমান, হাজী সুহুল আমিন, হাজী আব্দুল হামিদ, হেলাল আহমদ, শাহ্ এবাদুর রহমান দারা, সাংবাদিক কাজী সাহেদ বিন জাফর, এম এ কাইয়ুম প্রমুখ। নেতৃবৃন্দ মামলাবাজ ও লম্পট মুহিবুরের অপকর্মের জন্য অনতি বিলম্বে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। গত ১৮ অক্টোবর ২০২০ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩, হবিগঞ্জ মামলা নং ৪১/২০ বাদী মোছাঃ মৌসুমী আক্তার স্বামী মুহিবুর সাং পারকুল ৫নং আউশকান্দি।
বিবাদী মুহিবুর রহমান হারুন চেয়ারম্যান হাজী দুলাল মিয়া ১নং ওয়ার্ড মেম্বার ৩নং ইনাতগনজ ইউপি ৩ জন অজ্ঞাত ৩ জন সহ সর্বমোট ৮ জনকে আসামি করে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা করে আউশকান্দি ইউনিয়নকে কলঙ্কিত করেছে। জানা যায় মোছাঃ ছায়ারুন বেগম স্বামী নাজিম উদ্দিন সাং পারকুল গুচ্ছগ্রাম। বিবাদী মুহিবুরের পিতা মৃত্যু সোনাফর উল্লা সাং পারকুল গুচ্ছগ্রাম, ডাক: আফরোজগঞ্জ, থানা- নবীগঞ্জ। গত ১৯/৭/২০ইং ৫নং আউশকান্দি আদালতে মামলা ২০২০/৭৫ করেন। উক্ত মামলার নিষ্পত্তি করতে গিয়ে চেয়ারম্যান মেম্বার ও অন্য ৬ জন আক্রমণে স্বীকার হন। গত ১৭/১০/২০ইং তারিখ নারী ধর্ষন ও নারী নির্যাতন বিরোধী লক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে ধারাবাহিকতায় ৫নং আউশকান্দি ইউপি প্রাঙ্গনে পুলিশ সুপার হবিগঞ্জ ওসি নবীগঞ্জ থানার উপস্থিতিতে যে সমাবেশে হয়েছিলে সেই সমাবেশে মামলাবাজ মুহিবুরের ওপর অনেক লোকে বিভিন্ন অভিযোগ করেন। সে নিজেকে পুলিশের সোর্স দাবি করে, পুলিশের ভয় দেখিয়ে টাকা আদায় করে। তার ছোবল থেকে ইউপি চেয়ারম্যান মেম্বার রেহাই পাননি। তার ভয়ে সাধারণ জনগণ আতঙ্কিত। তার খুটির জোর কোথায়? কাদের পরামর্শে এই অপকর্ম করে যাচ্ছে? তাদের মুখুশ উম্মচ্চন করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে আউশকান্দি ইউনিয়নবাসী। এ ব্যাপারে অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২৭ জন সদস্য বিশিষ্ট একটি কমিটি করার সিদ্ধান্ত গৃহীত হয়।


     এই বিভাগের আরো খবর