,

নবীগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক ॥ কারাদন্ড

জাবেদ ইকবাল তালুকদার ॥ নবীগঞ্জে ২০ লিটার চোলাই মদ ও মদ নির্মাণ সামগ্রী সহ আটককৃত ১নং বড় ভাকৈর ইউনিয়নের মনমোহনের স্ত্রী ৩৫ বছর বয়সী পারুল রবিদাসকে ১ বছর ১০ মাসের জেল এবং ২০ হাজার টাকা অর্থদন্ড প্রধান করা হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ১নং ইউনিয়নের একটি ঘরে চোলাই মদ সেবন, তৈরি ও বিক্রির খবর আসলে তাৎক্ষনিক উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপস্থিত জনগণের সহায়তায় প্রায় ২০ লিটার চোলাই মদ এবং মদ নির্মাণ সামগ্রী সহ পারুল রবিদাসকে আটক করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাকে ভ্রাম্যমান আদালতে তাকে ১ বছর দশ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিট শেখ মহি উদ্দিন। মোবাইল কোর্টে সহযোগীতা করেন নবীগঞ্জ থানার এসআই মহিউদ্দিন রতনসহ একদল পুলিশ।


     এই বিভাগের আরো খবর