,

মেসিকে সামলানো কঠিন: সেতিয়েন

সময় ডেস্ক ॥ বার্সেলোনার ডাগ আউটে মাত্র ছয় মাস দাঁড়ানোর সুযোগ হয়েছে কিকে সেতিয়েনের। সাবেক রিয়াল বেটিস কোচ লিগ শিরোপা হারানোর এবং চ্যাম্পিয়নস লিগে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পরই বরখাস্ত হয়েছেন। বার্সার চাকরি নিয়ে এতোদিন কিছু বলেননি সেতিয়েন। এবার জানালেন, বায়ার্নের বিপক্ষে হারের আগেই তার সিভিতে ‘বরখাস্ত’ লেখা হয়ে গিয়েছিল। এছাড়া সেতিয়েন কথা বলেছেন, লিওনেল মেসিকে নিয়েও। সাবেক বার্সেলোনা এবং রিয়াল বেটিস কোচের মতে, মেসিকে সামলানো কঠিন। কারণ আর্জেন্টাইন ফরোয়ার্ড বছরের পর বছর নিয়মিত সাফল্য পেয়ে এসেছেন। তাকে তাই বদলানোর চেষ্টা করা বৃথা। বরং তার খেলার সঙ্গে তার মতের সঙ্গে মানিয়ে নেওয়াই সবার কাজ।
সাবেক রিয়াল মাদ্রিদ এবং স্পেন কোচ ভিসেন্তে দেল বক্সের সঙ্গে আলাপে সেতিয়েন বলেছেন, ‘আমার মতে, মেসি সর্বকালের সেরা। ইতিহাসে আরও অনেক বিখ্যাত ফুটবলার আছেন। তারা সেরাই থাকবেন। কিন্তু মেসি তাদের চেয়ে আলাদা বছরের পর বছর একই ধারাবাহিকতায় খেলে যাওয়ার জন্য। যা আসলে অন্য কেউ করতে পারেনি।’
তার কোচ হওয়া নিয়ে সেতিয়েন বলেছেন, ‘মেসিকে সামলানো কঠিন। তার খেলায় পরিবর্তন আনার আমি কে! বরং তার সঙ্গে মানিয়ে নিতে হবে। বছরের পর বছর যেটা হয়ে এসেছে। কেউ তাকে বদলাতে পারবে না। মেসি কথা কম বলে। কিন্তু সে যেটা আপনাকে দেখাতে চাইবে, সেটা সে করেই ছাড়বে। তার মধ্যে সহজাত কিছু ব্যাপার আছে। বিষয়টি মাইকেল জর্ডানের লাস্ট ড্যান্স ডকুমেন্টারি দেখলে বোঝা যাবে। সে আপনাকে এমন কিছু দেখাবে যা আপনি পত্যাশাই করেননি।’


     এই বিভাগের আরো খবর