,

৫ হাজার লোককে মাস্ক দিল ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জ

প্রেস বিজ্ঞপ্তি ॥ করোনা ভাইরাস সংক্রমন রোধে হবিগঞ্জ শহরের ৫ হাজার নারী-পুরুষের মাঝে মাস্ক বিতরণ করেছে ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জ। গত রবিবার সকাল এগারোটায় শহরের কোর্ট মসজিদ এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। পরে ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জের নেতৃবৃন্দ শহরজুড়ে মাস্কগুলো বিতরণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক আবু হেনা মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মুখলিছুর রহমান উজ্জ্বল, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি’র সহ-সভাপতি শফিকুল বারী আওয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, খোয়াই থিয়েটারের সভাপতি এড. নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সম্মিলিত নাগরিক আন্দোলনের সমন্বয়ক পীযূষ চক্রবর্তী ও ফরহাদ হোসেন কলি।

 

উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ফ্রেন্ডস সোসাইটির যুগ্ম সমন্বয়ক বিপ্লব রায় চৌধুরী। জেলা প্রশাসক বলেন, করোনা ভাইরাস সংক্রমন শুরুর পর থেকেই ফ্রেন্ডস সোসাইটি কাজ করে যাচ্ছে। তাদের পিপিই ও মাস্কসহ স্বাস্থ্য সামগ্রী বিতরণ অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এজন্য তারা প্রশংসার দাবিদার। এ সময় আরও উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জের যুগ্ম সমন্বয়ক মিজানুর রহমান শামীম, একেএম, নাছিম, এড. মিজানুর রহমান, নুরুজ্জামান চৌধুরী শওকত, মোঃ সোহরাব খান প্রমুখ। মাস্ক বিতরণে সহায়তা করে যুব রেড ক্রিসেন্ট সোসাইটি।

 

সংগঠনের সমন্বয়ক আবু হেনা মোস্তফা কামাল বলেন, ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জের পক্ষ থেকে জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই এবং হ্যান্ড সেনিটাইজার প্রদান এবং গত কোরবানি ঈদের পূর্বে গরুর হাঠে মাস্ক বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমন রেধে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর