,

নবীগঞ্জে বিদায়ী সংবর্ধনায় জেলা প্রশাসক জয়নাল আবেদীনমানুষের কল্যাণে আজীবন কাজ করতে চাই

জসিম তালুকদার ॥ হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেছেন, জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জে আমার প্রথম যোগদান ছিল। কর্মরত থাকা অবস্থায় চেষ্টা করেছি দুর্নীতি, সন্ত্রাসবাদ ও ফরমালিন মুক্ত করে হবিগঞ্জকে সাজাতে। হবিগঞ্জ তথা নবীগঞ্জের মানুষকে আমি খুব ভালবাসি। সেই ভালবাসার টানে বার বার ছুটে আসবো, প্রয়োজনে আপনারাও যাবেন। যেখানেই থাকি আমার দরজা আপনাদের জন্য খোলা থাকবে। গতকাল বুধবার বিকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে হল রুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা গুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ‘র সভাপত্বিতে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিনের পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জের সাবেক ও বর্তমান বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ রথীন্দ্র দেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবিদ আলী, উপজেলা প্রশাসনের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ দুলাল উদ্দিন। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র-২ শাহ রিজভী আহমদ খালেদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাশেদুজ্জামান খাঁন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এমএ আহমদ আজাদ, নির্বাচন অফিসার নাজমুল হুদা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, আনসার ভিডিপি অফিসার আব্দুর রাজ্জাক, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, সাংবাদিক রাকিল হোসেন, মতিউর রহমান মুন্না প্রমূখ। বিদায়ী প্রধান অতিথি আরও বলেন, আমার স্বপ্ন ছিলো বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারন স্বরুপ হবিগঞ্জে কিছু একটা করবো। নবীগঞ্জের আউশকান্দি স্কোয়ারে মুক্তিযোদ্ধের একটি স্মারক তৈরী করার উদ্যোগ নেয়া হয়েছিল। যা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে যারা সম্মান করেন না, তারা প্রকৃত মুক্তিযোদ্ধা হতে পারে না। তিনি বলেন নিজের জন্য নয়, মানুষের কল্যাণে আজীবন কাজ করতে চাই। এ জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌর পরিষদসহ বিভিন্ন প্রতিষ্টান ও দপ্তরের পক্ষ থেকে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। পরে বিদায়ী জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন উপজেলার আউশকান্দি এলাকায় বিয়াম স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


     এই বিভাগের আরো খবর