,

নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে পলাতক দুই আসামী গ্রেফতার

জাবেদ ইকবাল তালুকদার ॥ নবীগঞ্জে নারী নির্যাতন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ২৫ বছর বয়সী মিলাদ মিয়া ও চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত আসামী ৩২ বছর বয়সী কামাল হোসেনকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই কামাল আহমদের নেতৃত্বে এএসআই আবেদসহ একদল পুলিশ উপজেলার হরিপুর এলাকার একটি দোখানে অভিযান চালিয়ে নারী নির্যাতন মামলার আসামী মিলাদ মিয়াকে এবং উপজেলার ১০নং ইউনিয়নের বানুদেব এলাকার একটি দোখানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। এছাড়া নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ কান্দি পাড়া এলাকার কমর উদ্দিনের পুত্র মিলাদ। এবং কামাল হোসেন উপজেলার ১০নং দেবপারা ইউনিয়নের বানুদেব গ্রামের ফজর আলী মেম্বারের পুত্র। মিলাদ নারী ও শিশু নির্যাতন আইনে মামলার পরোয়ানাভুক্ত আসামী হিসেবে দীর্ঘদিন পলাতক ছিল। এবং গ্রেফতারকৃত অপর আসামী কামাল চেক ডিজঅনার মামলার ২ বছরের কারাদন্ডপ্রাপ্ত ও ২ লক্ষ টাকা অর্থদন্ডপ্রাপ্ত। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল।
জানা যায়, মিলাদ দীর্ঘদিন আগে উপজেলার ফুটারমাটি এলাকার বাসিন্দা এক গার্মেন্টস কর্মীকে আউশকান্দি এলাকায় বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় হবিগঞ্জ আদালতে নারী ও শিশু নির্যাতনের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করলে মামলাটি তদন্তের জন্য নবীগঞ্জ থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়। পুলিশ তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করলে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। ঐ মামলার পরোয়ানাভুক্ত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে এবং অপর আসামী কামাল হোসেনের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা হয়েছিল। দুই বছরের কারাদন্ড এবং ২ লক্ষ টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী সে। উভয়ের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার এসআই (সাব ইন্সপেক্টর) কামাল হোসেন।


     এই বিভাগের আরো খবর