,

নবীগঞ্জে ২নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা

জাবেদ ইকবাল তালুকদার ॥ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পৌরসভা নির্বাচন। ধাপে ধাপে বিভিন্ন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই প্রত্যাশিত নির্বাচনকে সামনে রেখে পাড়া মহল্লা ও ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হচ্ছে নির্বাচনী আমেজ। নবীগঞ্জ পৌরসভা নির্বাচনী হালচাল নিয়ে “দৈনিক হবিগঞ্জ সময়”র ধারাবাহিক প্রতিবেদনের অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলার একমাত্র পৌরসভার মধ্যে থেকে আজ বৃহস্পতিবার তুলে ধরা হলো রাজনগর ও ওসমানী রোড এবং অভয়নগর নিয়ে গঠিত ২নং ওয়ার্ড এর হালচাল। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে নতুন-পুরাতন বিভিন্ন প্রার্থীর নাম শুনা যাচ্ছে। তারা ভোটারদের ধারে ধারে গিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। ওই ওয়ার্ডে প্রায় ৫ হাজার লোকের উপরে বসবাস। এর মধ্যে ভোটার সংখ্যা প্রায় ২ হাজার ২ শ’র উপরে। প্রার্থীরা নবীগঞ্জ পৌরসভার রাজনগর ও ওসমানী রোড এবং অভয়নগর নিয়ে গঠিত এ ২নং ওয়ার্ডকে পৌরসভার মধ্যে উন্নত আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলার প্রত্যয় ব্যক্তসহ বিভিন্ন ধরণের উন্নয়ন মূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়ে পাড়া, মহল্লা ও ওয়ার্ডবাসীর সহযোগিতা চাচ্ছেন। বিগত ২০শে মার্চ ১৯৯৭ইং সালে নবীগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠার পর ওই ওয়ার্ডে কমিশনার/কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন যারা :- মোজাহিদ আহমদ (১৯৯৯ সালে) পৌর পরিষদের প্রথম ও দ্বিতীয় নির্বাচনে বিজয়ী হয়ে ২২শে মার্চ ১৯৯৯ইং থেকে ২০১১ইং এবং পর্যন্ত প্রায় ১২ বছর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পৌর পরিষদের তৃতীয় ও চতুর্থ নির্বাচনে মোঃ সুন্দর আলী (২০১১ সালে) কাউন্সিলর পদে বিজয়ী হয়ে ২০ শে ফেব্রুয়ারী ২০১১ইং থেকে অদ্যাবধি পর্যন্ত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আসন্ন পৌর নির্বাচনে নতুন-পুরাতন প্রার্থী হিসেবে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন বর্তমান কাউন্সিলর ও পৌর বিএনপি নেতা মোঃ সুন্দর আলী, ওসমানী রোর্ডের তাজ ট্রেইলার্স এর স্বত্তাধিকারী ও বিশিষ্ঠ ব্যবসায়ী হাফিজ নিয়ামুল হক, পৌর আওয়ামীলীগ নেতা এটি এম রুবেল, নবীগঞ্জ মিনিবাস মালিক সমিতির সাবেক কোষাধ্যক্ষ ও নবীগঞ্জ ডিলার কার্যকরি কমিটির সদস্য এবং সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ রাকিব হোসেন গাজী, সামাজিক সংগঠন ইউনাইটেড নবীগঞ্জের প্রতিষ্ঠাতা ও মোবাইল ফোন রিটেইলার এসোসিয়েশন নবীগঞ্জ শাখার কোষাধ্যক্ষ আকমল হোসেন আজাদ (টিটু), রাজনগর গ্রামের মোঃ আব্দুস সোবহান, ওসমানী রোডের শাহিদুর রহমান, শামীম আহমেদ সহ অনেকের নাম শুনা যাচ্ছে।


     এই বিভাগের আরো খবর