,

আর্জেন্টিনা দলে ফিরলেন ডি মারিয়া, নেই আগুয়েরো

সময় ডেস্ক ॥ আর্জেন্টিনা জাতীয় দলে জায়গা ফিরে পেলেন পিএসজির তারকা উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। নভেম্বরের শেষের দিকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য কোচ লিওনেল স্কালোনি ২৫ জনের যে দল দিয়েছেন, তাতে আছেন ডি মারিয়া। তবে নেই ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। গত বছরের পর আর আর্জেন্টিনা জাতীয় দলে খেলা হয়নি ডি মারিয়ার। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের দুই ম্যাচে তাকে বাইরে রেখেছিলেন স্কালোনি। যা নিয়ে ক্ষোভও ঝেরেছিলেন ডি মারিয়া। অবশেষে জাতীয় দলে জায়গা ফেরত পেলেন পিএসজি তারকা।
সার্জিও আগুয়েরো দলে নেই চোটের কারণে। এছাড়া আরও দুই খেলোয়াড় দলে জায়গা করে নিতে পারেননি। তারা হলেন-ভিয়ারিয়ালের হুয়ান ফয়েথ আর ফিওরেন্তিনোর জার্মান পেজ্জেয়া।
আগামী ১২ নভেম্বর ঘরের মাঠে প্যারাগুয়ের মোকাবেলা করবে আর্জেন্টিনা। চারদিন পর দ্বিতীয় ম্যাচে আলবিসেলেস্তেরা খেলবে পেরুর মাঠে। ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থানে আছে লিওনেল মেসির দল।
আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, অগাস্টিন মার্চেসিন
ডিফেন্ডার: নেহুয়েন পেরেজ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, লুকাস মার্টিনেজ, নিকোলাস তাগিয়াফিকো, ওয়াল্টার কানেমান
মিডফিল্ডার: রোদ্রিগো ডি পল, মার্কোস অকুনা, নিকোলাস দমিনগেস, রবের্তো পেরেইরা, আলেসান্দ্রো পাপু গোমেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, লুকাস ওকাম্পোস, লিয়ান্দ্রো পারেদেস, এসকিয়েল পালাসিয়োস, জিওভানি লো সেলসো, গিদো রদ্রিগেজ
ফরোয়ার্ড: লুকাস আলারিও, লিওনেল মেসি, পাউলো দিবালা, ইয়োকিন কোরেরা, নিকোলাস গঞ্জালেস, লাউতারো মার্টিনেজ।


     এই বিভাগের আরো খবর