,

হবিগঞ্জে হাসপাতালে কিনে আনা বাঁশের স্ট্যান্ড দিয়ে চলছে স্যালাইন

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল জরুরি যন্ত্রপাতি রয়েছে অকেজো। এমনকি স্যালাইন চালানোর স্ট্যান্ডও হাসপাতালে নেই। গতকাল শনিবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলার আওয়াল মহল গ্রামের তৈয়বা নেছা এক নবজাতককে নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হন। ডাক্তার পরীক্ষা করে দেখেন ওই নবজাতকের শ^াসকষ্ট ও ঠান্ডা রয়েছে। পরবর্তীতে ওই নবজাতককে স্যালাইন লিখে দেন। সাথে সাথেই নবজাতকের নানা ক্বারী আনসার মিয়া স্যালাইন নিয়ে আসেন এবং শিশু ওয়ার্ডে যান। কিন্তু স্যালাইন পুশ করলেও স্ট্যান্ড পাননি। অনেক খোঁজাখুজি করে হাসপাতালে স্ট্যান্ড না পেয়ে চৌধুরী বাজার থেকে একটি বাঁশের স্ট্যান্ড বানিয়ে শিশু ওয়ার্ডে নিয়ে আসেন এবং তার নবজাতক নাতিকে স্যালাইন দেন। এ প্রতিনিধি কে দেখে তিনি বলেন, নামেই আধুনিক হাসপাতাল, কাজের বেলায় ঠনঠন। ওষুধতো দুরের কথা স্যালাইন দেওয়ার স্ট্যান্ডও পাওয়া যায়। তিনি এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন।


     এই বিভাগের আরো খবর