,

সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমন করায় মাধবপুরে মানববন্ধন

সংবাদদাতা ॥ দিনাজপুরের পাবর্তীপুর কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমন, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, অধ্যাপক কুশল চক্রবর্তীকে হুমকি দাতাদের গ্রেফতার ও দোর্ষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রিয় ঘোষনা অনুযায়ী মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা পরিষদের সামনে মানবন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ২ ঘন্টা ব্যাপি মানববন্ধন শেষে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ মাধবপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক রাজীব দেব রায় রাজু’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন।
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ মাধবপুর উপজেলার সভাপতি হরিশ চন্দ্র দেব, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, মনোজ কান্তি পাল, পৌর সভাপতি পংকজ কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, মাধবপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক সাব্বির হাসান, মহিলা কাউন্সিলর স্বপ্না পাল, পুজা উদযাপন পরিষদ মাধবপুর উপজেলার সাধারন সম্পাদক লিটন রায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ মাধবপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক দেবাশীর্ষ ভট্রাচার্য দেবু, শংকর চন্দ্র রায়, ঐক্য পরিষদ নেতা নারায়ন কর্মকার, পরিমল দেব, শংকর পাল চৌধুরী, দুলাল চন্দ্র পাল, অজিত চন্দ্র দাস, শিমুল চক্রবর্তী, সঞ্চয় চক্রবর্তী, প্রনব ভৌমিক, জীবন সুত্রধর, মিটু দেব, অমিত সোম, সুব্রত বণিক, স্বজল গোপ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর