,

আজমিরীগঞ্জে অগ্নিকান্ডে ১৪টি দোকান ভস্মীভূত

২০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতির আশংকা

হাবিবুর রহমান রিয়াদ : আজমিরীগঞ্জে পৌরসভার লাল মিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি দোকান ভস্মীভূত। এতে অনুমানিক প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জে লাল মিয়া বাজারে বেলা অনুমানিক আড়াইটায় অগ্নিকান্ড ঘটে মূর্হুতেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। আগুনের লেলিহান শিখা দেখে বাজারের লোকজন শোর-চিৎকার শুরু করে। বাজারের ব্যবসায়ী, কর্মচারী ও আশপাশের লোকজন দৌঁড়ে ঘটনাস্থলে ছুঁটে আসে। পর যে যার মত পানি নদী, পুকুর ও নলকূপ থেকে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় ২ ঘন্টা প্রাণ-প্রণ চেষ্টা করে পরবর্তীতে ফায়ার সার্ভিস আসার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে ছাঁই হয়ে যায় ব্যবসা প্রতিষ্টান গুলি হচ্ছে :- শফিকুল ইসলামের পার্সের দোকান, মুখলেছ মিয়ার পেট্রোল এর দোকান, বিপ্লব সূত্রধর ইলেকট্রনিক এর দোকান, সেন্টু মিয়ার পার্সের দোকান, সুরন্জিৎ দেব নাথ মটর পার্সের দোকান, অজিৎ সূত্রধর ফার্নিচারের দোকান, জজ মিয়ার রিক্সার গেরেজ, রাকু ফার্নিচারের দোকান, অভিমান্য ফারনিচারের দোকান, আশু তোষ দেব ষ্টুডিও, জামির মিয়া ফারনিচারের দোকান, শংকর ফারনিচারের দোকান, ওবায়দুর রহমান কলার দোকান, অঞ্জন ভেরাইটিজ ষ্টোর। এ ঘটনার খবর পেয়ে উপজেলার নির্বাহী অফিসার মতিউর রহমান খান ও সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস এবং অফিসার্স ইনর্চাজ মোঃ মোশারফ হোসেন তরফদার ঘটনাস্থল পরিদর্শন করেন।


     এই বিভাগের আরো খবর