,

ভারতকে ৭৯ রানে হারিয়ে বাংলাদেশের বিশাল জয় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারের দুঃখ খানিকটা হলেও ভুলবে কোটি বাঙ্গালী

স্টাফ রিপোটার ॥ এ জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারের দুঃখ খানিকটা হলেও ভুলবে কোটি বাংলাদেশী। অবশেষে মাশরাফিও উইকেট পেলেন এবং বাংলাদেশ চলে গেল নিশ্চিত জয়ের দ্বারপ্রান্তে। ভারতের সংগ্রহ সব কয়টি উইকেটে ২২৯। অভিষেক ওয়ানডেতেই পাঁচ উইকেট নিয়ে ভারতকে ধসিয়ে দিলেন মুস্তাফিজ। ৪০ ওভারে তাদের সংগ্রহ ১৯৭/৮। এক ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনাকে আরও জোরালো করেন অভিষিক্ত বোলার মুস্তাফিজ। সুরেশ রায়নার প্রতিরোধ ভেঙ্গে দেয়ার পর মুস্তাফিজ। তৃতীয় স্পেলে বল করতে এসে রায়নার হাতে ছক্কার মার। কিন্তু ভড়কান নি তরুণ মুস্তাফিজ। ৪০ বলে ৪০ করা রায়নাকে সরাসরি বোল্ড করেন তিনি। পরের বলেই কট বিহাইন্ড অশ্বিন। ৩৬ ওভারে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ১৮৮। আরও ১২০ রান চাই। ২৬ ওভারে ১২৮ রানেই অর্ধেক নেই ভারতের। ৩০৮ রানের জবাবে ভারত শুরুটা দারুণ করলেই মাঝপথে খেই হারিয়ে ফেলেছে। সাকিব আল হাসানের প্রথম ওভারেই ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যখন বিদায়। ভারতের সংগ্রহ ১২৮/৫। খানিক আগেই রান নেয়ার সময় অনেকটা ইচ্ছা করে মুস্তাফিজকে মাঠের বাইরে পাঠান ধোনি। প্রথম স্পেলে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় স্পেলে পরপর দুই ওভারে পেলেন দুই উইকেট। এর আগে মুস্তাফিজ আঘাত হানেন। রোহিতের পর রাহানে যখন থিতু হওয়ার চেষ্টা করছিলেন তখনই আউট। মুস্তাফিজের বলে নাসির অসাধারণ ক্যাচ নিয়ে ফেরত পাঠান তাকে। দলের রান তখন ১১৫/৪। রাহানে আউট ২৫ বলে ৯ রান করে। মুস্তাফিজুর রহমান নিজের পঞ্চম আর ইনিংসের ২১তম ওভারে তার বলে মাশরাফির হাতে ক্যাচ দেন অনমনীয় রোহিত শর্মা। ৬৮ বলে ৬৩ রান করেন তিনি। দলের রান তখন ১০৫/৩। তার আগে তাসকিন আহমেদের বাউন্সারে বেসামাল ভারতের বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। বল হাতে দলকে প্রথম সাফল্য এনে দেন তরুণ পেসার তাসকিন আহমেদই। ১৬তম ওভারে কাঁধ বরাবর দেয়া তাসকিনের বাউন্সারে ব্যাট ঠুকে উইকেটের পেছনে মুশফিকুর রহীমের গ্লাভসে ক্যাচ দেন ভারত ওপেনার শিখর ধাওয়ান। এতে ১৬ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৯৫/১। তাসকিন একই ক্যারিশমা দেখান ১৭.২তম ওভারে। তাসকিনের বাউন্সারে এবার একই কায়দায় উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসে ক্যাচ দেন বিরাট কোহলি। এর আগে মাত্র তিন বলে দুইবার ক্যাচ ফেলেন বাংলাদেশ উইকেটরক্ষক মুশফিকুর রহীম। আর বাংলাদেশের ক্যাচ মিসের মহড়ায় বিনা উইকেটে দলীয় ৫০ রান পার করে ভারত। পেসার রুবেল হোসেনের বলে মুশফিক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের ক্যাচ ফেলেন ৮.৫তম ওভারে। পরে ৯.২তম ওভারে তিনি ফের ধাওয়ানের ক্যাচ ফেলেন মাশরাফির ডেলিভারিতে। মিরপুর শেরে বাংলা মাঠে ইনিংসের শেষের দিকে ব্যাট হাতে নাসির হোসেন ও অধিনায়ক মাশরাফির নৈপুণ্যে ভারতের সামনে শেষ পর্যন্ত বড় টার্গেট দিতে সক্ষম হয় বাংলাদেশ। এতে ৪৯.৪ ওভারে বাংলাদেশের ইনিংস শেষ হয় ৩০৭ রানে। ২৭ বলে ৩৪ রান করেন নাসির হোসেন। ১৮ বলে মাশরাফির সংগ্রহ ২১ রান। এর আগে অল্পতে দুই উইকেট হারিয়ে ফের দিকভ্রান্ত হয় বাংলাদেশ দল। ৩৮ রানের ব্যবধানে উইকেট সাকিব-সাব্বির। পঞ্চম উইকেটে তার আগে ৮৩ রানের জুটি গড়েন এ দু’জন। এর আগে বৃষ্টি শেষের ধাক্কা সামাল দেন সাকিব আল হাসান ও সাব্বির রহমানই। পঞ্চম উইকেটে এ জুটির ধারালো ব্যাটিংয়ে ৩৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২০০ রানের কোঠা পার করে। এতে ব্যাটিং পাওয়ার প্লেতে যাওয়ার আগে ৩৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে ২১৩/৪এ। তবে ব্যাট হাতে ফের পথভ্রষ্ট মাশরাফিবাহিনী। ব্যক্তিগত ৫২ রানে উইকেট খোয়ালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। এতে ৪৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২৬৫/৫। নিজের উইকেট দেয়ার আগে ৪৪ বলে ৪১ রান করেন সাব্বির। বৃষ্টি শেষে মাঠে নেমে ভক্তদের ভুতুরে ব্যাটিং দেখাচ্ছিলেন বাংলাদেশ তারকারা। ওই সময় মাত্র ২৫ রানে তিন উইকেট খোয়ায় বাংলাদেশ। এতে ধৈর্যহীন ব্যাটিং দেখান নির্ভরযোগ্য তারকা মুশফিকুর রহীমও। দলের ইনিংস গড়ায় মনোযোগী হওয়ার বদলে মারকুটে ব্যাটিং দেখাতে যান ভারতের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে সফল এ ব্যাটসম্যান। এতে ১৯ বলে ব্যক্তিগত ১৪ রানে এবারের মতো অ্যাডভেঞ্চার শেষ হয় মুশফিকের। আর বাংলাদেশ দল এতে হারায় ইনিংসের চতুর্থ উইকেট। বৃষ্টি শেষে মাঠে নেমে মাত্র ১০ রানে দুই উইকেট খোয়ায় বাংলাদেশ। ম্যাচে ওভার কাটা হয়নি। পুরো ৫০ ওভারেরই খেলা হচ্ছে । কিন্তু বৃষ্টি শেষে মাঠে নেমে অল্পতেই ধৈর্য হারাতে দেখা যায় তামিম ইকবালকে। নিজের স্কোরে মাত্র ৩ রান যোগ করে আউট হয়ে যান এ বাংলাদেশী ওপেনার। এক ওভার পরে তামিমের পিছু নেন অভিষিক্ত তারকা লিটন কুমার দাস। ক্যারিযারের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে লিটনের সংগ্রহ ১৩ বলে ৮। ৭ বাউন্ডারি ও এক ছক্কায় ৬২ বলে ৬০ রান করেন তামিম ইকবাল। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি বাগড়ায় ১৫.৪ ওভার শেষে খেলা বন্ধ হয়ে যায়। মিরপুর শেরে বাংলা মাঠে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ১৫.৪ ওভার শেষে বংলাদেশের সংগ্রহ ছিল ১১৯/১। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরুতেই বাংলাদেশ আক্রমণাত্মক ব্যাটিং করে। বাংলাদেশের দুই ওপেনারের ব্যাটিং তা-বে ১৩.২ ওভারেই এক উইকেটে ১০২ রান করে ফেলে। সৌম্য সরকার ৩৮ বলে ফিফটি করার পর ৫৪ রানে রান আউটের খাঁড়ায় পড়ে ফিরেছেন। তবে তামিম ইকবাল ৫৭ ও লিটন দাস ৩ রানে অপরাজিত আছেন। চার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে আছেন মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও তাসিকন আহমেদের সঙ্গে আছেন তরুণ মুস্তাফিজুর রহমান। এছাড়া লিটন দাসকেও রাখা হয়েছে আজ। বাংলাদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। ভারত দল:- শিখর ধাওয়ান, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও মোহিত শর্মা।


     এই বিভাগের আরো খবর