,

হবিগঞ্জ শহরে ৫ গাঁজাসেবীকে কারাদণ্ড, তথ্য নিয়ে মাদক অধিদপ্তরের লুকোচুরি

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সাড়াশি অভিযান চালিয়ে ৫ গাঁজাসেবীকে আটক করেছে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়। তবে মাদকসেবী আটক ও সাজার তথ্য নিয়ে প্রায়ই লুকোচুরির অভিযোগ রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষের বিরুদ্ধে। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজিব আলীর নেতৃত্বে একদল সিপাহী ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ৫ জনকে আটক করেন। তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম সাথী। তবে বিষয়টি গোপন রাখা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে। তবে এ প্রতিনিধি ফোন দেয়ার পর পরিদর্শক নজিব আলী বলেন, ছবি তোলতে তার মনে নেই। নাম ঠিকানা অফিসে থাকায় তিনি দিতে পারবেন না। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী জানান, আমি ছবি তুলিনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরই ছবি তোলার কথা। পরবর্তীতে বিষয়টি তিনি দেখবেন বলে জানান। এ ব্যাপারে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, ভ্রাম্যমান আদালতে সাজা হলে যে বাহিনী নিয়ে আসে তারা ছবি তোলে রাখার কথা। কিন্তু কেন তারা রাখলো না তা খতিয়ে দেখা হবে। উল্লেখ্য এরকম অভিযোগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিরুদ্ধে রয়েছে।


     এই বিভাগের আরো খবর