,

বাহুবলে নিখোঁজ হওয়া যুবক অচেতন অবস্থায় উদ্ধার ॥ হাসপাতালে মৃত্যু

জুয়েল চৌধুরী ॥ বাহুবলে নিখোঁজ হওয়া যুবক অচেতন অবস্থায় উদ্ধার হলেও অবশেষে হবিগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেছে। এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ বলছে তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে হত্যা করা হয়েছে আবার কেউ বলছে সে আত্মহত্যা করেছে। এ নিয়ে ধ্রুমজাল সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার কামারগাঁওয়ের ফিরোজ মিয়ার পুত্র রাজু মিয়া (২০) নিখোঁজ হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ওই দিনই ফিরোজ মিয়া বাহুবল থানায় জিডি করেন। গত শুক্রবার সকালে ভাদেশ^র গ্রামে সড়কের পাশে একটি দোকানের সামনে তার অচেতন দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে শনিবার সন্ধ্যায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি নয়ন মনি দেব লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন। তবে রাজুর পরিবারের দাবি তাকে কেউ নেশাজাতীয় কিছু খাইয়ে হত্যা করেছে। এ বিষয়ে পুলিশ বলছে, এখনও কিছু সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তদন্ত চলছে। ময়নতদন্ত প্রতিবেদন এলে বিস্তারিত বলা যাবে।


     এই বিভাগের আরো খবর