,

শায়েস্থাগঞ্জে ১০ গ্রামবাসীর সংঘর্ষে আহত আইয়ুব আলীর মৃত্যু ফের সংঘর্ষের আশংকা

শায়েস্থাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্থাগঞ্জে ১০ গ্রামবাসীর সংঘর্ষে অবশেষে আইয়ূব আলী (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে বিরামচর গ্রামের সুন্দর আলীর পুত্র। গতকাল শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনা নিয়ে শায়েস্থাগঞ্জে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুর ১টার দিকে শায়েস্থাগঞ্জে পশ্চিমাঞ্চলের বড়চর, কদমতলি, তালুকহড়াই, কুতুবের চক, নিজগাও এবং শহরের পূর্বাঞ্চলের বিরামচর, মহলুল সুনাম, লেনজাপাড়া, সাবাজপুর, দাউদনগর এলাকার শত শত লোক সংঘর্ষে জড়ালে শায়েস্থাগঞ্জ পার্কিং এলাকার মুদি দোকানদার আইয়ূব আলীসহ শতাধিক লোক আহত হয়। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পরে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়। এ খবর শায়েস্থাগঞ্জে ছড়িয়ে পড়লে গ্রামবাসী দেশীয় অস্ত্রসহ ইটপাটকেল সংগ্রহ করতে থাকে। যে কোন সময় ভয়াবহ সংঘর্ষ হতে পারে। শায়েস্থাগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক জানান, মৃত্যুর খবর শুনেছি। সংঘর্ষ যাতে না হয় সেদিকে খেয়াল রাখা হয়েছে।


     এই বিভাগের আরো খবর